ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের ব্যতিক্রমী দল ঘোষণা, চমক তাজ নেহার

বাংলাদেশের ব্যতিক্রমী দল ঘোষণা, চমক তাজ নেহার

বেজে উঠেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে মেয়েদের এই বৈশ্বিক আসর। তার সপ্তাহ দুই আগে ব্যতিক্রমী ঢঙে ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রবাসী বাংলাদেশিরা। গতকাল বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এই দল ঘোষণা করা হয়। শুরুতে উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন জানান, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমেই এই স্কোয়াড ঘোষণা করা হবে। এরপর একে একে দক্ষিণ আফ্রিকা, কাতার, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঘোষণা করে দলের বাকি সদস্যদের নাম। ভিডিও বার্তায় সবার শেষে নারী ক্রিকেট দলকে শুভকামনা জানান ছেলেদের দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ‘আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য অনেক শুভেচ্ছা। আমি মনে করি, এই বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো কিছু করবে। প্রত্যেকটা ক্রিকেটারের জন্য শুভকামনা।’ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে সবচেয়ে চমকের নাম তাজ নেহার। অভিষেকের অপেক্ষায় থাকা ২৬ পেরুনো টপ অর্ডার ব্যাটারকে দলে নিয়েছেন নির্বাচকরা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বড় পুরস্কার পেলেন তাজ নেহার। একই সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা দিশা বিশ্বাসকেও নেয়া হলো বৈশ্বিক আসরের দলে। বাংলাদেশেই হওয়ার কথা ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে আইসিসির এই টুর্নামেন্ট। তবে আয়োজনের স্বত্ব থাকছে বিসিবির কাছেই। নতুন ঢঙে দল ঘোষণা প্রসঙ্গে বিসিবির নারী ক্রিকেট পরিচালনা প্রধান হাবিবুল বাশার বলেন, ‘দর্শকরা আমাদের ক্রিকেটের অনেক বড় শক্তি। দেশের মানুষ তো সবাই আমাদের ক্রিকেট দেখে। তবে আমরা যখন বাইরে যাই, প্রবাসের মানুষদের বড় একটা অংশ আমাদের ক্রিকেটকে সমর্থন করে। দেখার বিষয় ছিল, তারা আমাদের কতটুকু খবর রাখেন। আমরা দেখছি যে, তারা খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বিশ্বকাপের দিকে। তারা যে, অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সঙ্গে, সেটার জন্যেই আমাদের এই প্রয়াস, তাদের কাছ থেকে দল ঘোষণা।’নারী বিশ্বকাপের বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোশতারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথি রানি, দিশা বিশ্বাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত