চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সক্রিয় সদস্য হিসাবে ভারতের বিভিন্ন জায়গায় ফুটবল খেলে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন বিমল কর। বেশ কিছুদিন ধরে বার্ধক্য ও নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিমল করের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, চার সন্তান ও নাতি-নাতনিদের রেখে গেছেন। বিমলের মেয়ে অভিনেত্রী জয়শ্রী কর জয়া তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই হাসপাতালে গত চারমাস ধরে ভর্তি ছিলেন বিমল। বার্ধক্যের নানা জটিলতার সঙ্গে শেষের দিকে নিউমোনিয়ায় আক্রন্ত হন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে গার্ড অব অনার শেষে শ্রী শ্রী বরদেশ্বরী মহা-শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন জয়া।