ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধারাভাষ্যকার তামিমের কণ্ঠে সাকিবের প্রশংসা

ধারাভাষ্যকার তামিমের কণ্ঠে সাকিবের প্রশংসা

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন তামিম ইকবাল। তবে প্রায় দেড় বছরে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি দেশের অন্যতম সেরা এই ওপেনারকে। খেলা ছাড়ার পর কোচিংকে পেশা হিসেবে বেছে না নিয়ে ধারাভাষ্যকার হওয়ার ইচ্ছাপ্রকাশও করেছিলেন। এখনও খেলা ছাড়েননি তিনি। তার আগেই ধারাভাষ্য কক্ষে আগেই অভিষেক হয়েছে তামিম ইকবালের। এবার পেশাদার ধারাভাষ্যকার হিসেবে নাম লিখলেন তামিম। চেন্নাইয়ে চলমান ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনেই রবী শান্ত্রী, হার্ষা ভোগলে, আতহার আলী খান, দীনেশ কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। ধারাভাষ্যকার হিসেবে সাকিব আল হাসানের প্রশংসাও করেছেন তিনি। হার্ষ ভোগলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন, সে বোলিংয়ে অসাধারণ করছে, পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলে অসাধারণ বোলিং করে গেছে। তবে, সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগেল করছে!

ভোগলে আরো বলেন, তার চোখে গত কিছু দিনে সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হওয়া মিরাজকে ভবিষ্যতের সাকিব হিসেবে বিবেচনা করা হচ্ছে। কদিন আগে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এমনটাই জানিয়েছেন। এ বিষয়ে তামিমের কাছে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন। পেস বলে স্বাচ্ছন্দ্য, স্পিনও বেশ ভালো খেলেন। ওদিকে ব্যাট হাতে সাকিব ইদানীং ‘স্ট্রাগল’ করছেন, তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তিনি। তামিম এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অতিথি হিসেবে ধারাভাষ্য কক্ষে বসেছিলেন। তার পর আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য কক্ষে অভিষেক হয় ২০২৩ সালে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে। ঘরের মাঠে তখনও অতিথি হিসেবে ধারাভাষ্য দিয়েছেন। তামিম যদিও এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তার পরেও এই অঙ্গনে নিজেকে অন্যভাবে মেলে ধরার চেষ্টা করছেন। যেমনটা সাধারণত তাকে দেখা যায় না। স্যুটেড-বুটেড হয়ে পুরোপুরি নতুন চেহারায় চলমান টেস্টে মাইক হাতে কথা বলছেন তিনি। অবশ্য ধারাভাষ্য কক্ষে যাওয়ার আগে সতীর্থদের সঙ্গে তাকে কথাও বলতে দেখা গেছে। ম্যাচের আগে পেসার তাসকিন আহমেদ ও স্পিনার তাইজুলের সঙ্গে কথা বলেছেন। তার পরেই ধারাভাষ্য কক্ষে ফিরে আসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত