ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের পেসারদের প্রশংসায় সৌরভ গাঙ্গুলী

বাংলাদেশের পেসারদের প্রশংসায় সৌরভ গাঙ্গুলী

ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। টপ অর্ডারে রোহিত শর্মা-বিরাট কোহলির অভিজ্ঞর পাশাপাশি যশস্বী জয়সওয়াল ও শুবমান গিলের মতো তরুণ তুর্কি। কিন্তু বাংলাদেশের পেসারদের সামনে ধসে পড়ে ভারতের ব্যাটং লাইনআপ। হাসান মাহমুদণ্ডতাসকিন আহমেদদের দুর্দান্ত বোলিং মুগ্ধতা ছড়িয়েছে সৌরভ গাঙ্গুলীর মনে। পাকিস্তানের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষেই যেহেতু পরের সিরিজ নাজমুল হোসেন শান্তদের, তাই বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছিলেন সৌরভ। চেন্নাই টেস্টের আগে ভারতের সাবেক অধিনায়ক জানিয়েছিলেন পাকিস্তানে জিতলেও ভারতের সঙ্গে পারবে না বাংলাদেশ। তবে নতুন রূপে সামনে আসা বাংলাদেশকে নিয়ে ঠিকই রোহিত শর্মাদের সতর্ক করেছিলেন সৌরভ।

চেন্নাই টেস্টে বাংলাদেশের পেসাররা আরেকবার নিজেদের সামর্থ্য দেখালেন। বিশেষ করে হাসান মাহমুদ। রাওয়ালপিন্ডি টেস্ট যেখানে শেষ করেছিলেন, চেন্নাই টেস্ট সেখান থেকে শুরু করেন। টানা দুই ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ডানহাতি পেসার। তার দাপটে একটা সময় ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল ভারত। কিন্তু ওই জায়গা থেকে দুর্দান্ত প্রতিরোধ গড়ে ম্যাচ ভারতের দিকে টেনে নেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের পেসারদের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সৌরভ লিখেছেন, ‘রবিচন্দ্রন অশ্বিনের পর রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিং। শুধু যে রান পেয়েছে তা নয়, তাদের ব্যাটিং ছিল উচ্চপর্যায়ের সেটা বাংলাদেশের দুর্দান্ত পেস বোলিং আক্রমণের বিপক্ষে। পাকিস্তানের মাটিতে ওরা (বাংলাদেশ) যে পাকিস্তানকে হারিয়েছে, এতে অবাক হওয়ার কিছু নেই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত