ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারী শুটারকে হয়রানির অভিযোগ!

নারী শুটারকে হয়রানির অভিযোগ!

খেলার সুযোগ দিয়ে একজন নারী শুটারকে মুঠোফোনে উত্যক্ত করার অভিযোগ উঠেছে সংগঠক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে। প্রায় ১১ মিনিটের অডিও রেকর্ডে তিনি ওই নারী শুটারকে উত্যক্তকর কথা বলেন। যা এই প্রতিবেদকের হাতে এসেছে। এই জিএম হায়দার সাজ্জাদই এখন ফেডারেশনের নতুন কমিটিতে আসার পায়তারা করছেন বলে জানা গেছে। অভিযোগে আরো জানা যায়, শুটিং ফেডারেশনে সংগঠক হিসাবে থাকাকালীন নানা সময়ে শুটারদের নিয়ে আসতেন। নারী শুটারদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করতেন। অডিওতে শোনা যায়, ওই নারী শুটারকে জাতীয় শুটিংসহ নানা খেলায় সুযোগ দিয়েছেন ওই শুটারকে। তার ফলে গুরু দক্ষিণা চান তিনি। একান্তে কথা বলতে চান ওই নারী শুটারের সঙ্গে। সাজ্জাদ হায়দার বলেন, ‘আমাকে মনে পড়লে ম্যাসাজ দিও। আমি যদি তোমাকে আম্মু করে কথা বলি, মনে করবা আমার পাশে লোকজন আছে। আমাকে তখন মামা বলে ডাকবা। বলবা, আমার হাতে পেইন হয়েছে। বা একেক সময় একেক কথা বলবা। আর যদি সোনা, লক্ষ্মি বলি তাহলে বুঝবা আমি একা আছি। তুমি সব রকমের কথা বলতে পারবে। এখন বুঝেছ? আমার লক্ষ্মিটা অনেক বড়, অনেক মেচিউরড। তোমাকে অনেক মিস করছি।’ এশিয়ান গেমসে খেলার সুযোগ করে দেয়ার প্রলোভন দেখিয়ে সাজ্জাদ বলেন, ‘আমি অনেক লম্বা সময়ের জন্য তোমাকে পেতে চাই। সামনে এশিয়ান গেমস পাঠাবো তোমাকে। এশিয়ান গেমসে যাওয়া মানে বিশ্বকাপে মেডেল পাওয়া। আমি তোমার ব্রেস্ট ফ্রেন্ড। আামি এরচেয়েও বেশি কিছু হতে চাই। জীবনের সব কিছু আমি তোমাকে বলতে চাই। তুমিও বলবে। আমাকে তুমি কোথায় রাখবা তুমি জান। আমিও তোমাকে এভাবে রাখতে চাই, যাতে কোনদিন কারো কাছে ছোট হতে না হয়। কোনদিন কাউকে কেউ ছেড়ে যাবো না। সব কিছু থাকবে তবে আড়ালে। সবার সম্মান সবার জায়গায় রাখবো। কবে এসে আমাকে এসব কথা বলবা।’ এ বিষয়ে সাজ্জাদ হায়দার বলেন, ‘শুটিংয়ের নতুন কমিটি হবে। আমিও সেখানে প্রার্থী হিসাবে থাকব। তাই এখন এমন অনেক কিছুই আমার বিরুদ্ধে হবে। তবে আমার মনে হয় না, আমার কোনো কথার কোনো প্রতিবাদ ওই শুটার করেছেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত