দাবা অলিম্পিয়াড

ইসরায়েলকে বয়কট বাংলাদেশি দাবাড়ুর

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

হাঙ্গেরির বুদাপেস্টে চলছে বিশ্ব দাবা অলিম্পিয়াড। গতকাল শনিবার দশম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল। তার আগের দিনই মানবতাবিরোধী আগ্রাসী এই দেশের বিপক্ষে না খেলার ঘোষণা দেন এনামুল হোসেন রাজীব। ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ এই গ্র্যান্ডমাস্টার। গত শুক্রবার রাজীব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪ এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি।

তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।’ এ বিষয়ে জানতে চাইলে রাজিব বলেন, ‘ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেয়া হচ্ছে না। এমনকি নিজেদের পতাকা নিয়ে সেদেশের দাবাড়ুদের বিশ্ব সব আসরে খেলার সুযোগ নেই। দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে তাদের নিষিদ্ধ করে রেখেছে। যদি তাদের নিষিদ্ধ করা হয় তাহলে ইসরায়েল কেন নয়? ওরা তো নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। সব কিছু শেষ করে দিচ্ছে। তাই এর প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে খেলা নিয়ে আমি বয়কট ঘোষণা করেছি।

আমার সিদ্ধান্ত এরই মধ্যে ফেডারেশনকে জানিয়ে দিয়েছি।’ তবে ইসরায়েলের বিপক্ষে রাজীব না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা থাকবে। রাজীব বলেছেন, ‘আমরা অলিম্পিয়াডে ভালো অবস্থানে আছি। এখন আমার জায়গায় অন্যজনও যদি না খেলে তাহলে ওয়াকওভার হয়ে যেতে পারে। তবে আমার কিছু করার নেই। এটা আমার প্রতিবাদ।’

দাবা অলিম্পিয়াডে এক রাউন্ডে এক দেশের চার দাবাড়ু খেলেন। দশম রাউন্ডে বাংলাদেশ তৃতীয় বোর্ডে রাজীবের নাম জমা দিয়েছে। রাজীব না খেললে ইসরায়েল ওই বোর্ডে সরাসরি পয়েন্ট পাবে। রাজীবের এই সিদ্ধান্ত সম্পর্কে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বুদাপেস্ট থেকে বলেন, ‘তার স্ট্যাটাসটি সকালে দেখলাম। আগামীকাল শেষ রাউন্ড। শেষ রাউন্ডের ফলাফলের ওপর অবস্থান নির্ভর করে। এ জন্য দলের অধিনায়ক (মাসুদুর রহমান মল্লিক) দশম রাউন্ডের প্রথম বোর্ডে ফাহাদ, দ্বিতীয় বোর্ডে নীড়, তৃতীয় বোর্ডে রাজীব ও চতুর্থ বোর্ডে তাহসিনকে রেখেছে। এখন সে না খেললে বাংলাদেশ পয়েন্ট হারাবে।’