ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তাদের মানববন্ধন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

হঠাৎ অশান্ত হয়ে উঠেছে ক্রীড়া পরিদপ্তর। খেলাধুলা ও শারীরিক শিক্ষক তৈরি করার প্রতিষ্ঠানের কর্মকর্তারা নেমে গেলেন মানববন্ধনে। গতকাল রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের সামনে ক’টি জেলার ক্রীড়া অফিসার, পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষকগণ পরিচালক আ ন ম তরিকুল ইসলামের অপসারণ চেয়ে ব্যানার হাতে দাঁড়িয়ে পড়েন। মানববন্ধনে দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের ৫১ জন ক্রীড়া অফিসার রয়েছেন। এর মধ্যে ৪০ জন পরিদপ্তরে হাজির হয়েছিলেন মানববন্ধনে। ঠাকুরগাও জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান বলেন, ‘পরিচালক হিসেবে তার (তরিকুল ইসলাম) উচিত ছিল সবাইকে সমান দৃষ্টিতে আগলে রাখা। তিনি সেটা না করে উল্টো ডিভাইড অ্যান্ড রুল করে বৈষম্য করেন। বৈষম্যবিরোধী সফল আন্দোলনের পর ক্রীড়াঙ্গনে আমরা এমন বৈষম্যকারীকে চাই না। তিনি অপসারিত না হলে আমরা ক্রীড়া অফিসাররা জেলা পর্যায়ে ধর্মঘটে যাব।’

মানববন্ধনের নেতৃত্ব দেন পরিদপ্তরের সহকারী পরিচালক আলিমুজ্জামান। তিনি পরিচালক তরিকুলের ইসলামের কর্মকাণ্ডকে লাল ফিতার দৌড়, সততার অভিযোগ আনেন। তবে পরিচালক তরিকুল ইসলাম তার উপর আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ক্রীড়া পরিদপ্তরের ইতিহাসে মন্ত্রণালয়ে অর্থ ফেরত দেয়া হয়নি।

স্বল্প সময়ের মধ্যে কোটি টাকার উপর ক্রীড়া মন্ত্রণালয়ে অর্থ ফেরত দেয়া হয়েছে। পাশাপাশি বেশ স্বচ্ছতা ও নিরপক্ষেতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছি। তারা যে ভাষায় কথা বলছে, এর প্রেক্ষিতে আমার কোনো কিছু বলার রুচি নেই।’