মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হুট করেই বিকট শব্দে বোমার বিস্ফোরণ! কিছুক্ষণের মধ্যে খেলোয়াড়রা জিম্মি! জরুরি তলবে মাঠে নামে সেনাবাহিনী। জিম্মি হওয়া খেলোয়াড়দের উদ্ধারে এগিয়ে আসেন সেনা সদস্যরা। কয়েক মিনিট ধরে চলে গোলাগুলি। কমান্ডো স্টাইলে ‘জিম্মিকারীদের’ ওপর আক্রমণ করে ‘জিম্মিদশা’ থেকে মুক্ত করে খেলোয়াড়দের। এরপর ড্রেসিংরুম থেকে খেলোয়াড়দের হেলিকপ্টারে করে দ্রুত নিয়ে যাওয়া হয় নিরাপদ অবস্থানে। তাদের নিরাপদে পাঠিয়ে বাকি সদস্যরা স্টেডিয়াম শত্রুমুক্ত করার মিশনে নামেন। না এটা বাস্তবের কোনও ঘটনা নয়, মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর কমান্ডো মহড়ার অংশ।

দেশে সাম্প্রতিক অস্থিরতার কারণে সরে গেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। শঙ্কা আছে ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও। এই সিরিজকে সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছেন দেশটির তিনজনের প্রতিনিধি দল। তাদের শঙ্কা দূর করতে কাজ করছে বিসিবি। তবে এর আগেও এই ধরনের সেনা মহড়া হয়েছে মিরপুর স্টেডিয়ামে। গতকাল রোববার দুপুর ১২টা থেকে শুরু হওয়া সেনাবাহিনীর আধঘণ্টার এ মহড়া একদিকে যেমন ছিল শ্বাসরুদ্ধকর, আরেক দিকে হয়ে ওঠে মনোমুগ্ধকর। বেলা ১২টার কিছুক্ষণ পর স্টেডিয়ামের আকাশে উড়তে দেখা যায় হেলিকপ্টার। মিনিট কয়েক প্রদক্ষিণের পরপরই হেলিকপ্টারগুলো স্টেডিয়াম এলাকা ছাড়ে। বাংলাদেশের বর্তমান নিরাপত্তাব্যবস্থা দেখতে গত শনিবার রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে।