বুলবুলকে সার্চ কমিটি থেকে অব্যাহতি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে সদস্য কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলকে। গতকাল বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব জগদীশ চন্দ্র দেবনাথের সইকরা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে লিখা হয়, ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব সরকারের নিকট উপস্থাপনের লক্ষ্যে ২৯ আগষ্ট সার্চ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হল। সূত্রে জানা যায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ক্রীড়া সংগঠক তরফদার মো. রুহুল আমিনের সভাপতি পদে প্রার্থীতা অনুষ্ঠানে যোগ দেয়াই কাল হয়ে দাঁড়িয়েছিল বুলবুলের। এখন সার্চ কমিটির পরিধি কমে চারে দাঁড়ালো। আহ্বায়ক জোবায়েদুর রহমান রানার নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন- মেজর (অব.) ইমরোজ আহমেদ এবং দুই সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার ও এমএম কায়সার।