বার্সেলোনার সমর্থকদের বর্ণবাদী আচরণের প্রমাণ পেয়েছে উয়েফা। এর দায়ে কাতালান ক্লাবটিকে জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে দলটির সমর্থকদের। ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচের কোনো টিকেট বিক্রি করতে পারবে না বার্সেলোনা। আগামী ৬ নভেম্বর রেড স্টার বেলগ্রেডের মাঠে খেলবে স্প্যানিশ ক্লাবটি। মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে বার্সেলোনা। গত ১৯ সেপ্টেম্বরের ম্যাচটিতে বার্সেলোনার সমর্থকদের বর্ণবাদী আচরণ করার প্রমাণ পাওয়ার পর গতকাল শুক্রবার শাস্তির ঘোষণা দেয় উয়েফা। এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, বার্সার ভক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটি অ্যাওয়ে ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে। আগামী ৭ নভেম্বর ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডের মাঠে খেলবে তারা। কিন্তু ওই ম্যাচের জন্য নিজেদের সমর্থকদের কাছে কোনো টিকিট বিক্রি করতে পারবে না বার্সেলোনা। নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছে কাতালানদের। বর্ণবাদী আচরণের দায়ে ১০ হাজার ইউরো জরিমানা দিতে হবে দলটিকে। এখানেই শেষ নয়। উয়েফা আয়োজিত প্রতিযোগিতায় আরো একটি অ্যাওয়ে ম্যাচে টিকেট বিক্রি করার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বার্সাকে। কিন্তু এই সাজা আপাতত এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মোনাকোর মাঠে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। সেদিন তাদের সমর্থকরা গ্যালারিতে একটি কালো পতাকা টাঙিয়েছিল। সেখানে ছিল বর্ণবাদী ‘নাৎসি’ প্রতীকের উপস্থিতি। এরপর তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে উয়েফা। বার্সার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই শাস্তির বিষয়ে বলা হয়েছে ‘এফসি বার্সেলোনা এই ধরনের আচরণের পেছনে যে কোনো ধরনের যুক্তিকে প্রত্যাখ্যান করে। তারা এই নিষেধাজ্ঞা মেনে চলবে এবং সেটার প্রয়োগ ঘটাবে।’