ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কানপুর টেস্ট

এবার পুরো দিনই খেললো বৃষ্টি

এবার পুরো দিনই খেললো বৃষ্টি

তিন বছর পর কানপুরে ফিরেছে টেস্ট ক্রিকেট। শহরের বিলবোর্ডে শোভা পাচ্ছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের ছবি। ঘরের মাঠে দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট ঘিরে চলছিল উন্মাদনা। গ্যালারিতে গলা ফাটাতে চাওয়া ভারতীয় সমর্থকদের আশায় জল ঢেলে দিয়েছে বেরশিক বৃষ্টি। অবশ্য বৃষ্টির পূর্বাভাস আগেই জানিয়ে দিয়েছিল স্থানীয় আবহাওয়া দফতর। তারা জানিয়েছিল, প্রথম তিন দিন বৃষ্টি হতে পারে। দুই দিন অন্তত তেমনটাই দেখা গেল। প্রথম দিন গত শুক্রবার টসও সময়মতো হয়নি। একঘণ্টা পিছিয়ে যায় টস। যেখানে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাতেও অবশ্য বৃষ্টির হাত থেকে রেহাই মেলেনি। দ্বিতীয় সেশনে ঝেঁপে বৃষ্টি আসে। ফলে মাত্র ৩৫ ওভারেই থামিয়ে দিতে হয় প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিনের শুরু থেকে আকাশের চেহারাটা খুব একটা বদলায়নি। ফলে এদিনও খেলা হবে কিনা, সেই নিয়ে সংশয় ছিলই। গতকাল শনিবার সকাল থেকেই বৃষ্টি পড়ছে। ভারতীয় দলের ক্রিকেটার এবং কোচেরা সাজঘরে আড্ডা দিলেন। বাংলাদেশের ক্রিকেটারেরাও সাজঘরে নিজেদের মতো সময় কাটালেন। দীর্ঘক্ষণ মাঠে অপেক্ষা করেন দুই দলের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত হোটেলে ফিরে যান সকলে। তবে মাঝে খবর পাওয়া গিয়েছিল, কানপুরে বৃষ্টি কিছুটা কমেছে। মাঠ শুকতে চালানো হচ্ছিল সুপার সপার। কিন্তু মাঠকর্মীদের চিন্তা বাড়িয়ে দফায় দফায় বৃষ্টি আসছিল। শেষ পর্যন্ত আর বলই মাঠে গড়াল না দ্বিতীয় দিনে। স্থানীয় সময় গতকাল শনিবার দুপুর দুইটার কিছুক্ষণ পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ততক্ষণে একটি সেশন তো শেষই, দ্বিতীয় সেশনের সময়ও অর্ধেকের বেশি পেরিয়ে গেছে। এর আগে প্রথম দিনে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা হয় মাত্র ৩৫ ওভার। তাতে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান জড়ো করে বাংলাদেশ। কানপুর টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতের একাদশ অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ একাদশ সাজায় ৩ স্পিনার ও ২ পেসার নিয়ে। সাকিব আল হাসানের সম্ভাব্য বিদায়ী টেস্টে একাদশে সুযোগ পান তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ, জায়গা হারান তাসকিন আহমেদ ও নাহিদ রানা। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম গড়েন ২৬ রানের জুটি, তবে রানে ছিল না জাকিরের কোনো অবদান। ধৈর্যের পরীক্ষা দিয়ে ২৪ বল মোকাবেলা করে আকাশদীপের শিকার হন এই ব্যাটার, খুলতে পারেননি রানের খাতা। সাদমান ৩৬ বলে ২৪ রান করে বিদায় নেন। দলীয় ২৬ ও ২৯ রানে দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন ওয়ান ডাউনে নামা মুমিনুল হক ও চারে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত ৫৭ বলে ৩১ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। এরপর মুমিনুলকে নিয়ে তিনি থাকেন অপরাজিত। মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিক ১৩ বলে ৬ রান করেছেন। ভারতের পক্ষে জোড়া উইকেট শিকার করেছেন আকাশদীপ। চেন্নাই টেস্টে পাওয়া জয়ে ভারত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। কানপুর টেস্ট যে পথে এগোচ্ছে, তাতে হয়ত ড্র-ই লেখা আছে এই ম্যাচের ভাগ্যে।

শনিবার ৮০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস ছিল। জানানো হয়েছিল, বজ্রবিদ্যুৎ-সহ ভারি বৃষ্টি হতে পারে। বিকালের দিকে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। সারা দিন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। আজ রবিবারও কানপুরের আয়োজকেরা নিশ্চিত থাকতে পারবেন না। তবে পরিস্থিতির উন্নতি হবে। সে দিন আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সে দিন বিকালের পর থেকে উন্নতি হবে আবহাওয়ার। আগামী সোমবার এবং মঙ্গলবার, অর্থাৎ ম্যাচের শেষ দিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই কানপুরে। শেষ দু’দিন পুরো খেলা হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত