ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কানপুর টেস্ট

তৃতীয় দিনেও মাঠে গড়ালো না বল

* বৃষ্টি না হলেও আউটফিল্ড ছিল ভেজা * পানি নিষ্কাশন ব্যবস্থা বাজে * আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন
তৃতীয় দিনেও মাঠে গড়ালো না বল

কানপুর টেস্টের সঙ্গে বৃষ্টির ঘনিষ্ঠতা যেন বেড়েই চলেছে। এতে বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়দের মাঠে নামার অপেক্ষার পালা আরো দীর্ঘ হচ্ছে। ৩ বছর পর কানপুরে ফিরেছে টেস্ট ক্রিকেট। স্থানীয় ক্রিকেটভক্তদের মাঝে ব্যপক উৎসাহ-উদ্দীপনা। ঘরের মাঠে গ্যালারিতে বসে রোহিত-কোহলিদের সমর্থনে গলা ফাটাবেন তারা। কিন্তু বেরশিক বৃষ্টি স্বাগতিক সমর্থকদের আশায় জল ঢেলে দিয়েছে। প্রথম দিন তবুও ৩৫ ওভার খেলা হয়েছে, দ্বিতীয় দিন পুরোই গেছে বৃষ্টির পেটে। তৃতীয় দিন তাই অপেক্ষায় ছিলেন ভারতীয় সমর্থকরা। গতকাল রোববার ছিল ভারতে সাপ্তাহিক ছুটির দিন। তাই খেলা দেখতে অনেক সমর্থকই মাঠে উপস্থিত। এদিন অবশ্য কানপুরে বৃষ্টি হয়নি। তবে আগের রাতে ভারি বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন স্থান পানি জমে যায়। গ্রাউন্ডম্যানদের সহায়তায় পানি নিষ্কাশন করা হয়। পিচের কভার সরানো হয়। দ্রুত মাঠ শুকাতে বাউন্ডারি লাইনের কাছে কয়েক জায়গায় বালুও ব্যবহার করা হয়। কিন্তু খেলা শুরুর কোনো খবর নেই। সকাল ১০টায় প্রথম দফা মাঠ পর্যবেক্ষণের পর আম্পায়াররা ঘোষণা দেন বেলা সাড়ে ১২টায় পরবর্তী পর্যবেক্ষণ হবে। এরপর মাঠে নেমে মাঠের ভেজা অংশের বিভিন্ন দিক পরীক্ষা করে আরও দুই ঘণ্টা অপেক্ষার সিদ্ধান্ত নেন। তৃতীয় দফায় মাঠ পরিদর্শনের পর বাংলাদেশ সময় দুপুর ২টায় আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ট কেটেলবোরো দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে বৃষ্টি না থাকায় সকালে জেগেছিল আশা। তবে সেই আশা মিইয়ে গেল বেলা গড়াতে। ভেজা আউটফিল্ডের কারণে কোনো বল মাঠে না গড়িয়ে ভেস্তে গেল তৃতীয় দিনের খেলাও। এদিনও উভয় দলের ক্রিকেটাররা হোটেল থেকে মাঠেই আসেননি। দুই দলকেই জানানো হয়েছিল আউটফিল্ড ভেজা থাকায় শুরু করা যাচ্ছেন না খেলা। শেষ পর্যন্ত আর মাঠে আসতে হলো না তাদের।

সারাদিনে বৃষ্টি হয়নি একদমই। তবুও মাঠ না শুকানোর কারণ বাজে পনি নিষ্কাশনব্যবস্থা। বাংলাদেশে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটের চেয়েও বাজে ফিল্ড এই কানপুর। মাঠকর্মীরা চেষ্টা করলেও কৃত্রিমভাবে মাঠ শুকানোর কাজ সারতে পারেননি তারা। আউটফিল্ডের অনেক জায়গায় পানি জমে থাকায় খেলা শুরুর পরিস্থিতি দেখতে পাননি আম্পায়াররা। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা।

প্রথম দিনের খেলাও পুরোপুরি মাঠে গড়ায়নি। হয়েছে মাত্র ৩৫ ওভার। বিলম্বে হয়েছে টস। এর আগে, ৩ উইকেটে ১০৭ রান নিয়ে প্রথমদিনের খেলা শেষ করে বাংলাদেশ। ৪০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক, মুশফিক অপরাজিত আছেন ৬ রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই নিজেকে খুঁজে ফিরছিলেন ওপেনার জাকির হাসান। ২৪ বল খেলে কোনো রানই করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইনিংসের নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার। জাকিরের বিদায়ের পর স্কোরকার্ডে ৩ রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম। তিনিও আকাশ দীপের শিকার। ৩৬ বলে ২৪ রান করে আউট হন সাদমান। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন শান্ত। তবে মধ্যাহ্ন বিরতির পর ৩১ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন শান্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত