গোল করে বাবাকে স্মরণ করলেন রোনালদো
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
গোল করা থামছেই না ক্রিস্টিয়ানো রোনালদোর। গত সোমবারও আল রাইয়ানের বিপক্ষে গোল পেয়েছেন তিনি। তবে উদযাপনে দেখা গেল ভিন্নতা। দুই হাত উঁচিয়ে আঙুল আকাশের দিকে তাক করে পর্তুগিজ এই তারকা স্মরণ করলেন প্রয়াত বাবাকে। রাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এলিট গ্রুপের ম্যাচে কাতারের ক্লাব আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পর দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। শেষদিকে আল রাইয়ান গোল পেলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। গোল পেতে প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় আল নাসরকে। যোগ করা সময়ের প্রথম মিনিটে সুলতান আল ঘানাম থেকে আসা ক্রস বক্সে থাকা সাদিও মানে হেডে জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন। বিরতির পর ৭৬তম মিনিটে গোল পান রোনালদো।