পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২৪’। সপ্তাহব্যাপী সাতটি ডিসিপ্লিনে ৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিএসজেএ কার্যালয়ে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় আকর্ষণীয় ট্রফি ও অর্থ পুরস্কার। সর্বোচ্চ চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ‘দ্য চ্যাম্পিয়ন’ হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভেশনের মোহাম্মদ মাঝহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির জেষ্ঠ্য নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এছাড়া উপস্থিত ছিলেন দুই খ্যাতিমান আর্চারি তারকা রোমান সানা ও দিয়া সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে বিএসজেএ’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অঘোর মণ্ডলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। শুভেচ্ছা বক্তব্যে টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক আরিফুর রহমান বাব বলেন, ‘ওয়ালটন আমাদের এই পথচলার দীর্ঘদিনের সঙ্গী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন নতুন করে গঠিত হচ্ছে। এমন সময়েও ওয়ালটন আমাদের সঙ্গে আছে। আশা করি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে।’ ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘আমরা বাংলাদেশের অপেক্ষাকৃত কম পরিচিত খেলাগুলোতেও স্পন্সর করি। বিএসজেএ’র সঙ্গে আমাদের এক যুগের সম্পর্ক। এবারের আসরে টুর্নামেন্ট যেভাবে হয়েছে, সামনে আরো বড় করে হবে। আমরা ভবিষ্যতেও বিএসজেএর পাশে থাকব।’ রবিউল ইসলাম মিলটন বলেন, ‘গত মাসে আমাদের সব সেল ১০ দিন বন্ধ ছিল। এরপর বন্যা হয়েছে। এর মধ্যেও আমরা খেলাধুলায় স্পন্সর করা বন্ধ করিনি। বিএসজেএ’র পাশে আমরা আগামীতেও থাকব।’