বাফুফেকে সোহাগের উকিল নোটিশ!

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

গত বছর ১৪ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। তার তিন দিন পর বাফুফে জরুরি সভা করে সোহাগকে ভবিষ্যতে বাফুফের সব কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষণা করে। এক বছরেরও বেশি সময় পর নিজের পাওনাদি চেয়ে বাফুফেকে উকিল নোটিশ পাঠিয়েছেন সোহাগ। সেই উকিল নোটিশের জবাব দেয়ার সময় পেরিয়ে গেছে আগেই। এই বিষয়ে বাফুফের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘তার বিষয়টি গত বৃহস্পতিবারের নির্বাহী সভায় উঠেছিল, আমাদের সামনে আরেকটি সভা রয়েছে, শুধুই আর্থিক বিষয় নিয়ে। তখন এই বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে।’ সোহাগের পাশাপাশি ফিফা থেকে নিষিদ্ধ হওয়া বাফুফের সাবেক তিন স্টাফ আবু হোসেন, মিজানুর রহমান, এবং অনুপম হোসেনও বাফুফের কাছে তাদের পাওনা চেয়েছে। সোহাগ ও অন্যরা বাফুফেতে অনেক দিন কাজ করেছেন। তাদের পাওনা গ্র্যাচুয়েটি, প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত অর্থ পাওনার দাবি করেছেন। আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। নির্বাচনের দিন সকালে বার্ষিক সাধারণ সভা আয়োজন করেছে বাফুফে। সেই বার্ষিক সাধারণ সভায় পরবর্তী বছরের বাজেট পেশ করা হয়। সেই বাজেট পেশের আগে নির্বাহী সভায় অনুমোদন করিয়ে নিতে হয়। প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ বাফুফের ফিন্স্যান্স কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের কাছেই বাজেটের খসড়া আগে পাঠাননি।

গত বৃহস্পতিবারের সভায় প্রধান অর্থ কর্মকর্তা সময় স্বল্পতার অজুহাত দেখিয়েছেন। যদিও সেই অজুহাত প্রত্যাখান করেছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। প্রধান অর্থ কর্মকর্তাকে জেরা ও সমালোচনা করতেই গতকাল আধঘণ্টারও বেশি সময় পার হয়েছে।