সাকিবের বিদায়ী টেস্ট দেশেই হওয়া উচিত

ক্রীড়া উপদেষ্টা

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। কানপুর টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই এই ফরম্যাটের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হতে যাওয়া টেস্ট সিরিজে লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন। তবে নিরাপত্তা শঙ্কায় থাকা সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষটা দেশের মাটিতে হবে কিনা, সংশয় রয়েছে। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রত্যাশা, দেশের মাটিতেই যেন টেস্ট থেকে বিদায় নিতে পারেন সাকিব। গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘একজন খেলোয়াড়কে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেবো।’ সাকিবের শেষ টেস্ট নিয়ে ক্রীড়া উপদেষ্টার বক্তব্য, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ?সুযোগ তিনি পান।’ দেশে এলে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ক্রীড়া উপদেষ্টার, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেবো। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরই মধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’ এর আগেও সাকিবের নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ। তখন তিনি জানিয়েছিলেন, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে, সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন সাকিবের রাজনৈতিক পরিচয়। এ জন্য ক্রীড়া উপদেষ্টার পরামর্শ ছিল, মানুষের মনের ক্ষোভ দূর করার উদ্যোগ সাকিবকেই নিতে হবে। সাকিবকে তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করারও পরামর্শ দিয়েছেন তিনি।