ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাবাডিতে ঢুকতে তারাও সরব!

কাবাডিতে ঢুকতে তারাও সরব!

জাতীয় খেলা কাবাডিকে চাকচিক্য আনলেও এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছে সাবেক ডিআইজি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কমিটি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির নামে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। তবে সেই টুর্নামেন্টে বেহিসাবি খরচও কম হয় না। এই টুর্নামেন্টের একটি সাব কমিটি ছিল ফুড অ্যান্ড একোমোডেশন। বিদেশি দলগুলোর খাবার ও হোটেলে থাকার জন্য কমিটিকে দেড় কোটি টাকা বাজেট করা হয়েছিল। যার কোনো হিসাব নেই কমিটির চেয়ারম্যান আমির হোসেন পাটোয়ারির কাছে। তার কথা, ‘আমি অসুস্থ’। কমিটিতে নাম দিলেও আমি কোন অর্থ রিসিভ করিনি বা হিসাব দিইনি। সব কিছুর দায়িত্বে ছিলেন কমিটির সদস্য সচিব মুনির হোসেন ও দেলোয়ার হোসেন। তারাই সব বলতে পারবেন।’ এই কমিটির আরেক সদস্য মেহেদি হাসান সুমন ছিলেন হাবিবুর রহমানের অন্ধভক্ত। অভিযোগ রয়েছে, কাবাডির এই সাধারণ সম্পাদকের মাধ্যমে নিজের স্ত্রীকে মুন্সীগঞ্জের একটি সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি বাগিয়ে নেন সুমন। বিস্তর এমন অভিযোগের কর্তারাই এখন সার্চ কমিটির করা অ্যাডহক কমিটি ঢুকতে তৎপর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত