ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে বিদায়ী সিরিজ খেলবেন মাহমুদউল্লাহ!

ভারতে বিদায়ী সিরিজ খেলবেন মাহমুদউল্লাহ!

কয়েক দিন আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের কথা জানান সাকিব আল হাসান। একই সঙ্গে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দেন তিনি। এবার গুঞ্জন উঠেছে দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের ভাবনা। তাহলে কি ভারতে এই অলরাউন্ডারের টি-টোয়েন্টি সংস্করণের অধ্যায় শেষ হতে চলেছে। এমন প্রশ্নে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সরাসরি উত্তর না দিলেও একটু রহস্য রাখলেন। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন এ সিরিজের পর মাহমুদউল্লাহ নির্বাচকদের সঙ্গে আলোচনা করবেন, ‘আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইর জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন, এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই।’

অবশ্য মাহমুদউল্লাহর অবসর এর আগেও হয়েছিল। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ায় এই ফরম্যাটে তার শেষ দেখেছিল অনেকেই। কিন্তু নিজেকে নতুন করে ফিরিয়ে আনেন মাহমুদউল্লাহ। এদিকে তার প্রতিদ্বন্দ্বী কেউ না থাকায় আবার দলে সুযোগ পেয়ে যায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। এবার অবশ্য চিত্রটা ভিন্ন। ভারত সিরিজে খেললেও সামনে মাহমুদউল্লাহর সুযোগ আসবে কিনা তা নিয়ে সন্দিহান অধিনায়ক শান্ত। নির্বাচকদের সঙ্গে কবে আলোচনায় বসবেন এই প্রশ্নে জানিয়েছেন, ‘এ ব্যাপারে আমরা ড্রেসিংরুমে কোনো আলোচনায় যাইনি (শেষ সিরিজ কী না)। কিন্তু হয়তো সামনের দিকে হবে কী না। এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে।’ তবে মাহমুদউল্লাহ যে বেশ চাপে আছেন তা স্পষ্ট। গত বিশ্বকাপে ১৩ বলে অপরাজিত ১৬ রান করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতিয়েছিলেন। কিন্তু সেমিফাইনালে ওঠার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০ম ওভারে নূর আহমেদের বলে ৫টি ডট দেন। ওই ওভারে একটি চার মারলেও ওই ৫ ডটে খুব বেশি সমালোচিত হন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহর জায়গায় কে আসতে পারেন এমন প্রশ্নে একটু উত্তেজিত হয়ে যান শান্ত। একই জায়গায় খেলা শামীম হোসেন পাটওয়ারী এখনো মাহমুদউল্লাহর কাছাকাছি পৌঁছেননি। ব্যাখ্যা করে অধিনায়ক বিষয়টি বুঝিয়েও দিয়েছেন, ‘কার সঙ্গে কার তুলনা করছেন (শামীম না রিয়াদ)। জিনিসটা হচ্ছে, রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ভালো করছেন। অনেক ম্যাচ জিতিয়েছেন, হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু উনার অনেক অবদান আছে।

শামীম তরুণ এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন। এ মুহূর্তে যদি বলেন যে রিয়াদ ভাই অনুশীলন ম্যাচে ভালো করেনি, এটা আমার কাছে ম্যাটার করে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত