ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিবকে ছাড়াই ভালো খেলার প্রত্যয়

সাকিবকে ছাড়াই ভালো খেলার প্রত্যয়

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। কিন্তু লাল-সবুজের জার্সিতে টি-টোয়েন্টি সংস্করণে এই অলরাউন্ডার এখন অতীত। গত বিশ্বকাপে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। কানপুর টেস্টের আগে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। ফলে সাকিবকে ছাড়াই এই ফরম্যাটে পথচলা শুরু হচ্ছে বাংলাদেশের। সাকিবের শূন্যতা পূরণও বড় চ্যালেঞ্জই টাইগারদের জন্য। কারণ, সাকিব দলে থাকা মানেই ‘একর ভিতর দুই’। সে না খেললে একজন বাড়তি ব্যাটার কিংবা বাড়তি বোলার নিয়ে খেলতে হয়। তবে সাকিবকে ছাড়াই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন তাওহীদ হৃদয়। আজ গোয়ালিয়রে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন গতকাল শনিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান লাল সবুজের এই প্রতিনিধি। সাকিবকে ছাড়া খেলার চাপটা কেমন তা জানতে চাওয়া হয় এই তরুণের কাছে। উত্তরে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’ সাকিবকে ছাড়াই এই সিরিজে ভালো করার প্রত্যয় দেখান এই তরুণ, ‘আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া।’ টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করতে পারবেন বলেই বিশ্বাস করেন হৃদয়, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।’ গোয়ালিয়রে কখনো খেলার অভিজ্ঞতা না থাকলেও গ্রাউন্ড স্টাফদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিজেদের পরিকল্পনা সাজাবেন বলে জানান তিনি, ‘আমরা এখানে দুই দিন অনুশীলন করেছি। এখানে উইকেট স্লো এবং লো। আমরা এখানে গ্রাউন্ড স্টাফদের কাছ থেকে তথ্য পেয়েছি এবং এখানে কিছু ঘরোয়া ম্যাচ খেলা হয়েছে। এটি একটি ধীর উইকেট হবে তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।’

২০১৯ ভারত সফরে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেছিল। ভারতকে দিল্লিতে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় সফরকারীরা। পরের দুই ম্যাচ না জেতায় সিরিজ ২-১ ব্যবধানে হেরে যেতে হয়। এবারো সেই রকম কিছু ধামাকা হবে কি! হৃদয় বলেন, ‘ধামাকা বা এরকম কিছু আমাদের মাথায় নেই। আমরা অবশ্যই জেতার জন্য খেলবো, আমাদেরও অবশ্যই লক্ষ্য আছে যেন সিরিজটা জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। সেটাই, আমরা ওই রকম চিন্তা (ধামাকা দেয়া) করছি না, ম্যাচ বাই ম্যাচ ধরে খেলতে চাই।’ শুধু ২০১৯ এই নয়, নিজেদের মাটিতে ভারতের শক্তিশালি দলকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এবার রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাশাপাশি জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদবরা নেই। তাতে ২০১৯ সিরিজের মতো প্রথম ম্যাচ জিতে শুভসূচনা হবে কি? হৃদয় বলেছেন, ‘হতে পারে ওভাবে আমরা চিন্তা করি না। আমরা যখন মাঠে নামি তখন বিপক্ষে কে আছে কে নাই তা নিয়ে চিন্তা করি না। আমরা সব সময় আমাদের দিকটাতেই ফোকাস করি, আমাদের যে প্রসেস আছে তা ধরে খেলার চেষ্টা করি। হয়তোবা সুযোগ আছে (ভারতকে) হারানোর, এমন না যে আমরা ওদের বড় দলকে হারায়নি। বড় দল ছোট দল বলে টি-টোয়েন্টিতে কিছু নেই। আমার কাছে মনে হয়, যে নির্দিষ্ট দিনে ভালো করতে সে ওইদিনে জিতবো।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত