ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিবকে নিয়ে দোটানায় রংপুর রাইডার্স

সাকিবকে নিয়ে দোটানায় রংপুর রাইডার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নিয়ে ব্যাপক তোড়জোর শুরু হয়েছে। আগামী ১৪ অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে ফ্র্যাঞ্চাইজিদের ধরে রাখা ও ডিরেক্ট সাইনিংয়ের খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে। কিন্তু রংপুর রাইডার্স এখনো জানে না সাকিব আল হাসানের অবস্থান। এই ক্রিকেটার বিপিএলে খেলবেন কী না, ধোঁয়াশায় ফ্র্যাঞ্চাইজিটি। কানপুর টেস্ট শুরুর আগে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। অবসরের ঘোষণায় এই অলরাউন্ডার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হতে যাওয়া দুই ম্যাচের সিরিজেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে ফেলেছেন এই ফরম্যাটের শেষ ম্যাচ। কিন্তু সাকিব দেশে এসে অবসর নিতে পারবেন কী না, সংশয় রয়েছে যথেষ্ট। কারণ রাজনৈতিক জায়গা থেকে কঠিন সময় পার করছেন তিনি। তার নাম জড়িয়েছে হত্যা মামলায়। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা সিরিজেই যদি সাকিব খেলতে না আসেন, তাহলে বিপিএলে খেলা আরো শঙ্কার মুখে পড়ে যাবে। সেকারণেই সাকিবকে দলে রাখা নিয়ে দ্বিধায় রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম।

গত বিপিএলে রংপুরের জার্সিতে খুব একটা ভালো সময় যায়নি সাকিবের। চোখের সমস্যায় ভুগেছেন। এরপরও সাকিবের মতো তারকাকে ধরে রাখার কথা রংপুরের। কিন্তু এই ক্রিকেটার বিপিএলে খেলবেন কিনা, সেটাই তো জানা নেই এই ফ্র্যাঞ্চাইজির। গতকাল শনিবার মিরপুরে সংবাদ মাধ্যমকে তানিম বলেছেন, ‘সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড়, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু তার খেলা-না খেলা নিয়ে এখনো সংশয় আছে। তার থাকাণ্ডনা থাকা আমার হাতে নেই। সবকিছু নির্ভর করছে, উনি (সাকিব) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে আসেন কী না।’ এই সিরিজে খেলতে এলেই পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজে যদি তিনি খেলতে আসেন, তাহলে আমরা বড় একটা ধাপ দেখতে পাবো। তখন বুঝতে পারব যেহেতু দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে এসেছেন, তাহলে বিপিএলেও পাওয়া যাবে।’ তাহলে কি সাকিব রংপুরেই থাকছেন? বিষয়টা সাকিবের কোর্টেই ঠেলে দিয়েছেন তানিম, ‘এখন এটা পুরোটাই সাকিবের অবস্থার ওপর নির্ভর করছে যে, আমরা তাকে রাখতে পারব নাকি পারব না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত