ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সার্চ কমিটির এক সদস্যকে নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি

সার্চ কমিটির এক সদস্যকে নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের গুরুত্বপুর্ণ সেক্টরগুলোতে সংস্কারের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্যও একটি সার্চ কমিটি করা হয়েছে। এরই মধ্যে কাজ শুরু করেছে তারা। কিন্তু বিতর্ক তাদের পিছু ছাড়ছে না। বিতর্কের শুরুটা হয়েছিল কমিটির আহ্বায়ক ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানাকে নিয়ে। পরে বিতর্ক ওঠে সদস্য মহিউদ্দিন আহমেদ বুলবুলকে নিয়ে। বুলবুলও ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক।

ক্রীড়া মন্ত্রণালয় বুলবুলকে সরিয়ে নতুন সদস্য নিয়েছে। এবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে আরেক সদস্য মেজর (অব.) ইমরোজ আহমেদকে নিয়ে। কয়ে কদিন আগে ইমরোজ আহমেদকে আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে আখ্যায়িত করে অপসারণ দাবি করেছিলেন কয়েকজন খেলোয়াড় ও সংগঠক। গতকাল রোববার তারই পক্ষে অবস্থান নিয়ে পাল্টা প্রতিবাদ জানিয়েছে হকির খেলোয়াড় ও সংগঠকদের আরেক অংশ। ক্রীড়া উপদেষ্টা বরাবর একটি চিঠিও দেয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব উপস্থিত না থাকায় তা গ্রহণ করেন পরিচালক (ক্রীড়া) শামসুল আলম।

জাতীয় ক্রীড়া পরিষদের নতুন ভবনের সামনে ‘মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদ’ নামক তিনটি ব্যানারে বর্তমান, সাবেক খেলোয়াড় ও সংগঠকরা প্রতিবাদে অংশ নেন। তারা মেজর ইমরোজের সততা ও দক্ষতার প্রতি আস্থা পোষণ করে যারা অপসারণের দাবি তুলেছেন তাদের ওপর উল্টো শাস্তিমূলক ব্যবস্থার দাবি তুলেছেন। বর্ষীয়ান হকি খেলোয়াড় ও কোচ হোসেন ইমাম চৌধুর শান্টা বলেছেন, ‘আমি তার সিনিয়র হলেও এক সঙ্গে খেলেছি।

সে ভালো মানের খেলোয়াড় ছিল এবং তার সাংগঠনিক দক্ষতা বেশ ভালো। দেশে বিভিন্ন আন্তর্জাতিক গেমস ও টুর্নামেন্টে তার সম্পৃক্ততার বিষয়টি সবারই জানা। তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত