দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন পেসার নান্দ্রে বার্গার। এবার আরো এক দুঃসংবাদ পেল প্রোটিয়ারা।
বাম হাতের কনুইয়ে চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারবেন না অধিনায়ক টেম্বা বাভুমা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবেন বাভুমা।
চোট থেকে সেরে উঠতে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে বাংলাদেশেই। বাভুমার অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে আগামী ২১ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
এরপর ২৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট। প্রায় তিন সপ্তাহের সফর শেষে ৩ অক্টোবর দেশে ফিরে যাবে প্রোটিয়ারা।