কোন পথে এগোবেন রোনালদো?

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের ৯০৫তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন। ৩৯ বছর বয়সী এই তারকা ফুটবলার দুই দশক ধরে পর্তুগালের জাতীয় দলে খেলছেন এবং এখনো অবসর নেয়ার কোনো পরিকল্পনা নেই পাঁচবারের ব্যালন ডিঅর জয়ীর। সম্প্রতি ইউরো ২০২৪ থেকে পর্তুগালের কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর সমালোচনার মুখে পড়লেও রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনই বিদায় নিচ্ছেন না।

ইউরো শেষে কোনো সংবাদ সম্মেলনে অংশ না নিলেও, রোনালদো তার প্রথম সাক্ষাৎকারে জানান, যখন তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন, তখন তিনি কাউকে আগাম জানাবেন না। তার মতে, সেই মুহূর্তটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত হবে। তবে এখন তার লক্ষ্য হলো ক্যারিয়ারের ১,০০০ গোলের মাইলফলক অর্জন করা। বর্তমানে আল-নাসেরের হয়ে খেলছেন রোনালদো এবং এই মৌসুমে নেশনস লিগের দুটি ম্যাচে দুটি গোল করেছেন। কোচ রবার্তো মার্টিনেজও তাকে পর্তুগালের বিশ্বকাপ ২০২৬-এর পরিকল্পনার বড় অংশ হিসেবে বিবেচনা করছেন।