শিশুদের মাঝেই বেঁচে থাকবেন ওস্তাদ ফজলু
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
পুরানো ঢাকায় নিজের বাড়ির ছাদকে বানিয়েছিলেন শিশুদের হকি শেখানোর ক্যাম্প। ছোট ছোট শিশুদের ধরে হাতে কলমে শেখাতেন হকি খেলা।
‘ওস্তাদ ফজলুর মুখের বুলি, এসো সবাই হকি খেলি’- এই স্লোগানই ছিল তার একাডেমির মূলমন্ত্র। যা আজও আরমানিটোলা হাইস্কুলের দেয়ালে গ্রাফিথি হিসাবে রয়ে গেছে। কিন্তু নেই সেই ওস্তাদ ফজলু। গত ৪ সেপ্টেম্বর চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। তবে ওস্তাদ চলে গেলেও তার স্বপ্নের একাডেমি ধরে রাখার প্রত্যয় নিয়েছেন তারই শিষ্য সেলিম লাকিসহ অন্যরা। গত শুক্রবার আরমানিটোলা হাইস্কুলে অর্ধশত খুদে শিক্ষার্থীদের নিয়ে নতুন করে পথচলা শুরু হয় ওস্তাদ ফজলু হকি একাডেমির। ‘তৃণমূল পর্যায়ে হকি প্রশিক্ষণ পাঠশালা’ নামে এই আয়োজন করেন স্থানীয় সাবেক হকি খেলোয়াড়রা। জাতীয় পুরস্কার পাওয়া হকি খেলোয়াড় আজিজুল্লাহ হায়দার জামাল প্রধান কোচ হিসাবে রয়েছেন। জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মাকসুদুল আলম হাবুল, শওকত আলী, ইসমাইল হোসেন লিটন ও আন্তর্জাতিক এলিট আম্পায়ার সেলিম লাকিও শিশুদের হকির টেকনিক শেখাচ্ছেন। সেলিম লাকির কথা, ‘ওস্তাদ আমাদের ছেড়ে চলে গেছেন। উনার হাতেই আমরা তৈরি হয়েছি। ওনার অনেক শিষ্য আজ জাতীয় দলে খেলছে। আমরা চাই ওস্তাদ ফজলু একাডেমি জাগ্রত থাকুক। তাহলেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। আমাদের বিশ্বাস এই শিশুদের মাঝেই বেঁচে থাকবেন ওস্তাদ ফজলু।’ পাঠশালার কার্যক্রম চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।