বাংলাদেশের ক্রিকেটের একটি অধ্যায়ের শেষপ্রান্তে মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্টকে বিদায় জানিয়েছেন জিম্বাবুয়ের মাটিতে। এবার টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিলেন বাংলাদেশের নাম্বার থার্টি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই তারকা। দেশের ইতিহাসের অন্যতম বড় এই তারকাকে বিদায় দিতে রাজীব গান্ধী স্টেডিয়ামে ছিল বিশেষ আয়োজন। শুরুর আগেই দলের পক্ষ থেকে স্মারক তুলে দেয়া হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। নাইরোবিতে যে অধ্যায়ের শুরু করেছিলেন তিনি। তার শেষটা হল হায়দরাবাদের মাঠে। এদিন অবশ্য সবার আগেই মাঠে নেমেছিলেন তিনি। আগেই ভারতের কাছে সিরিজ খুইয়ে ফেলা বাংলাদেশের জন্য এই ম্যাচের বিশেষ গুরুত্বটাও ওই মাহমুদউল্লাহ রিয়াদের কল্যাণেই। দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে এই সিরিজই তার জন্য শেষ। এদিকে শেষ ম্যাচ খেলতে মাঠে নামার আগেই সতীর্থদের শুভকামনায় সিক্ত হতে শুরু করেছেন এই অলরাউন্ডার। তার সতীর্থ ও ভায়রা ভাই মুশফিকুর রহিম লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য আপনাকে অভিনন্দন। একজন ভাই ও সতীর্থ হিসেবে, আপনি আপনার ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছেন তাতে আমি গর্বিত। গর্বিত হয়েই অবসরে যাওয়ার অনেক অর্জন ও উপলক্ষ্য রয়েছে আপনার। মাশাআল্লাহ। আপনার ভবিষ্যত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। শরীফুল ইসলাম লিখেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় কিংবদন্তি রিয়াদ ভাই। আপনার অধিনায়কত্বের সময় টি-টোয়েন্টি ক্রিকেটে আমার অভিষেক হয়। প্রথম ম্যাচের চাপ ছিল ৫০ রান দিয়ে শুরু করি। কিন্তু পরের ম্যাচের আগের দিন রাতে কিছু কথা আমাকে বলেছিলেন যেটা এখনো আমাকে ভালো পারফরম্যান্স করার জন্য আগ্রহ তৈরি করে। শুভকামনা রইলো আপনার জন্য।’