ঢাকা ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়

হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়

হাঙ্গেরির বুদাপস্টে চলমান ফার্স্ট সাটার-ডে গ্র্যান্ডমাস্টার্স দাবায় জিএম (গ্র্যান্ডমাস্টার) নর্ম পাওয়ার সম্ভাবনা শেষ হয়েছে মনন রেজা নীড়ের। যদিও গ্র্যান্ডমাস্টারদের হারানোর ঘটনা অব্যাহত রেখেছেন বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টার (আইএম)। ষষ্ঠ রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার বারকেজ ডেভিডকে হারিয়েছেন তিনি। কিন্তু সপ্তম ও অষ্টম রাউন্ডে ড্র করেছেন দুই ফিদে মাস্টারের সঙ্গে। সপ্তম রাউন্ডে নীড় হাঙ্গেরির ফিদে মাস্টার এগ্রেসি মাতের সঙ্গে ড্র করেন। এরপর অষ্টম রাউন্ডে ভারতের ফিদে মাস্টার সুইয়োগ ওয়াঘের সঙ্গে ড্র করেন। নবম রাউন্ডে নীড় মুখোমুখি হবেন বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সঙ্গে। সাত রাউন্ড শেষে নীড়ের পয়েন্ট সাড়ে তিন। বুদাপেস্টে জিএম নর্ম করতে চেয়েছিলেন ফাহাদ। কিন্তু তার জন্য আক্ষেপের এক সফর হয়ে রইলো। গত মাসে দাবা অলিম্পিয়াডে নর্ম মিস করেছেন। এরপর নিজ উদ্যোগে তিনটি টুর্নামেন্ট খেলেও একটি কাঙ্ক্ষিত নর্ম অর্জন করতে পারেননি। তৃতীয় ও শেষ টুর্নামেন্টে পঞ্চম রাউন্ড পর্যন্ত জিএম নর্ম পাওয়ার পথে ছিলেন ফাহাদ। ষষ্ঠ রাউন্ডে হাঙ্গেরির ফিদে মাস্টার এগ্রেসি মাতের কাছে হেরে সম্ভাবনা শেষ হয়ে যায় তার। এরপর অবশ্য সপ্তম রাউন্ডে ভারতের ফিদে মাস্টার সুইয়োগ ওয়াঘকে হারিয়ে দেন। ৭ রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট সাড়ে চার। অষ্টম রাউন্ডে ফাহাদ ড্র করেছেন ইউক্রেনের ভ্যালেরি নেভেরভের সঙ্গে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত