ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানের টেস্ট স্ট্যাটাস নিয়ে দুর্ভাবনায় শোয়েব

পাকিস্তানের টেস্ট স্ট্যাটাস নিয়ে দুর্ভাবনায় শোয়েব

আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে সাধারণত স্বাগতিক দলই শক্তিশালী হয়। এক্ষেত্রে পাকিস্তানকে দেখা যাচ্ছে পুরোপুরি উল্টো। মাস দুয়েক আগে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের কাছে শান মাসুদের দল। এবার মুলতানে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য পরাজয় বরণ করেছে স্বাগতিকরা। শোচনীয় এই পরাজয়ের পর পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন শোয়েব আখতার। সাবেক এই পেসার সামনে আনলেন বাস্তবতা। বললেন, কয়েক দশক ধরেই পাকিস্তানের ক্রিকেটের মান নিম্নমুখী।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হারে পাকিস্তান। টস জিতে প্রথম ইনিংসে দলটি ৫৫৬ রান করার পর এই ফল অভাবনীয়ই। এর আগে বাংলাদেশের বিপক্ষে আগের টেস্ট সিরিজেও দুই ম?্যাচেই দ্বিতীয় ইনিংসের ব?্যাটিং ব?্যর্থতায় হোয়াইটশওয়াশড হয় শান মাসুদের দল। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সবশেষ জয় ছয় ম্যাচ আগে। আর ঘরের মাঠে জয়ের জন?্য অপেক্ষার প্রহর গিয়ে ঠেকেছে সাড়ে তিন বছরের বেশি সময়ে! এই সময়ে খেলা ১১ ম্যাচের সাতটিতে হেরেছে তারা, অন?্য চারটি ড্র। পাকিস্তানের এমন পারফরম্যান্সে শঙ্কিত শোয়েব। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর পিটিভি স্পোর্টসে এক অনুষ্ঠানে ক্ষোভ ঝারেন দেশটির সাবেক পেসার। ‘যেমন কাজ করবেন, তেমনই ফল পাবেন। কয়েক দশক ধরে, আমি (পাকিস্তানের) অধপতন দেখছি। এই অবস্থা খুবই হতাশার। হেরে যাওয়া ঠিক আছে, কিন্তু খেলাটা কাছাকাছি হতে হবে। গত দুই দিন ধরে আমরা যা দেখেছি, তারা পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিল। এটিই প্রমাণ করে যে আমরা যথেষ্ট ভালো নই। ইংল্যান্ড আটশর বেশি রান করেছে এবং বাংলাদেশও হারিয়ে দিয়েছে।’

টানা ৬ ম্যাচ হেরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার নিচে পাকিস্তান। সব মিলিয়ে ৮ ম্যাচে মাত্র ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিতে পেরেছে তারা। এমন অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের অংশগ্রহণ, এমনকি টেস্ট স্ট্যাটাস নিয়েও দুর্ভাবনা প্রকাশ করেন শোয়েব।

‘সমর্থকরা বলছে পাকিস্তানকে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে সরিয়ে নেয়া উচিৎ। আইসিসিও নিশ্চয়ই চিন্তা করছে, ‘আমাদের কি পাকিস্তানে দল পাঠানো এবং তাদের টেস্ট স্ট্যাটাস বহাল রাখা উচিৎ?’ এটি খুবই হতাশাজনক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত