রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে এর মধ্যেই কিংবদন্তির কাতারে নিজেকে তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ। এবার আরো একটি মাইলফলকের সামনে ছিলেন তিনি। সাংহাই মাস্টার্সের শিরোপা জিতলেই শততম শিরোপা জয়ের স্বাদ পেতেন তিনি। তবে তার অপেক্ষা বাড়িয়েছেন র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ইয়ানিক সিনার। গতকাল রোববার সাংহাইয়ে তৃতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে এককে একশ শিরোপা জয়ের সামনে ছিলেন জোকোভিচ। কিন্তু ফাইনালে ম্যাচে তেমন লড়াই করতে পারেননি ৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা। হেরেছেন সরাসরি সেটে। তাকে ৭-৬ (৭-৪) ও ৬-৩ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন সিনার।
এক ঘণ্টা ৩৭ মিনিটের এই লড়াইয়ে দ্বিতীয় সেটের চতুর্থ গেমে ব্রেক পয়েন্ট তুলে এগিয়ে যান এই ইতালিয়ান তারকা। এক পর্যায়ে এগিয়ে যান ৫-১ গেমে। এরপর নিজের সার্ভ স্থির রেখে ৬-৩ ব্যবধানে জয় আদায় করে নেন সিনার। চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনসহ জিতলেন ৭টি শিরোপা। একই সঙ্গে এই বছরে ৭১ ম্যাচের মধ্যে ৬৫টিতেই জিতলেন তিনি। এর আগে পুরুষ খেলোয়াড়দের মধ্যে কেবল দুইজন জিততে পেরেছেন ১০০ এর বেশি শিরোপা। যার সবশেষ নাম কিংবদন্তি রজার ফেদেরার। যিনি জিতেছেন ১০৩টি শিরোপা। এদিনের ফাইনালে উপস্থিতও ছিলেন তিনি। তবে ১০৯টি শিরোপা জিতে সবার উপরে আছেন জিমি কনরস।
হারের পর গ্যালারিতে উপস্থিত জোকোভিচের সাবেক প্রতিদ্বন্দ্বী ফেদেরারকে ইঙ্গিত করে রসিকতা করে এই সার্বিয়ান বলেন, ‘সর্বত্র কিংবদন্তি রয়েছে, আমি কেবল কিছুটা বজায় রাখার চেষ্টা করি।’ ম্যাচের হার নিয়ে তিনি বলেন, ‘সে আজ খুব ভালো ছিল, খুব শক্তিশালী, খুব দ্রুত ছিল।’