ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মুম্বাইয়ে ফিরলেন জয়াবর্ধনে

মুম্বাইয়ে ফিরলেন জয়াবর্ধনে

হতাশাময় আসর কাটানোর পর প্রধান কোচের পদে পরিবর্তন আনল মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন মৌসুমের দল গোছানোর আগে সাবেক সফল কোচ মাহেলা জয়াবর্ধনেকে নতুন করে এই দায়িত্বে ফেরাল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এক বিবৃতিতে রোববার এই খবর জানায় মুম্বাই ইন্ডিয়ান্স। সাবেক দক্ষিণ আফ্রিকান কিপার-ব্যাটসম্যান মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হলেন জয়াবর্ধনে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, এমআই ফ্র্যাঞ্চাইজির অন্য কোনো দলের দায়িত্ব পেতে পারেন বাউচার। প্রথম দফায় ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করেন জয়াবর্ধনে। তার কোচিংয়ে তিনবার আইপিএল শিরোপা জেতে মুম্বাই। এরপর ২০২২ সালে মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে এমআই ফ্র্যাঞ্চাইজির বৈশ্বিক পারফরম্যান্স প্রধান হিসেবে নিয়োগ পান শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত