রোনালদোর তিনে তিন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
গত ইউরোয় গোল পাননি কোন। হতাশায় জানিয়ে দেন এটাই তার শেষ ইউরো। অনেকে শেষ দেখে ফেলেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদোর ক্যারিয়ারের। কিন্তু কিংবদন্তি রোনালদো ঘুরে দাঁড়ালেন ৩৯ বছর বয়সেও। নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে লক্ষ্যভেদ করেছেন একবার। এ নিয়ে এই টুর্নামেন্টে রোনালদো গোল করলেন টানা তিন ম্যাচে। এটা তার ক্যারিয়ারের ৯০৬তম গোল। আর পর্তুগালের হয়ে করলেন ১৩৩তম গোল। ক্যারিয়ারে ১০০০তম গোলের লক্ষ্য রোনালদোর। সেই মাইলফলক থেকে এখনো ৯৪ গোল দূরে তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচ শেষে রোনালদো লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ জয় পেয়েছি নেশনস লিগে ।
সবাইকে ধন্যবাদ সমর্থনের জন্য।’ ওয়ারশতে হওয়া ম্যাচে নজর ছিল রোনালদো-রবার্ট লেভানদোস্কির দ্বৈরথে। বার্সার হয়ে দারুণ এক মৌসুম কাটানো লেভা অবশ্য তেমন কিছু করতে পারেননি পোল্যান্ডের হয়ে।
২৬ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের হেড থেকে পাওয়া বল বাম পায়ের শটে জালে জড়ান বের্নার্দো সিলভা। ৩৭ মিনিটে রাফায়েল লেয়াওয়ের শট পোস্টে লেগে পান রোনালদো, যা জালে জড়াতে ভুল করেননি তিনি। ২০০৭ সালের সেপ্টেম্বরের পর পোল্যান্ডের বিপক্ষে এটা প্রথম গোল রোনালদোর। আর এই মৌসুমে ক্লাব ও দেশের হয়ে করলেন ৩৩তম গোল।
৬৩ মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ রবার্তো মার্তিনেজ। ৭৮ মিনিটে পোল্যান্ডের হয়ে ব্যবধান কমান পিতর জিয়েলনস্কি। তবে ৮৮ মিনিটের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে শীর্ষে আছে পর্তুগাল। নেশনস লিগের অপর ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে স্পেন। ম্যাচের একমাত্র গোলটি মার্তিন জুবিমেন্দির, যা তার প্রথম আন্তর্জাতিক গোলও। প্রতিযোগিতামূলক ফুটবলে এ নিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত রইল স্পেন। নেশনস লিগের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রর পর এটা টানা দ্বিতীয় জয় তাদের।