‘আমি জানি, এগুলোই আমার শেষ ম্যাচ হতে পারে’- বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে হ্যাটট্রিক করার পর বলেছিলেন লিওনেল মেসি। যদিও ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি আর্জেন্টিনা অধিনায়ক। তেমন কিছু হলেও হতে পারে, তবে এসব নিয়ে এখনই ভাবতে চান না ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। আপাতত ক্যারিয়ারের এই মুহূর্তে সুখে থাকা ও সুস্থতা ধরে রাখাকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
গত বৃহস্পতিবার স্প্যানিশ প্রকাশনা মার্কার কাছ থেকে ‘আমেরিকা লিজেন্ড’ পুরস্কার পাওয়ার পর মেসি বললেন, ‘এই মুহূর্তে বলতে পারি, দেখা যাক কী হয়। আমি আগেভাগে কিছু বলতে কিংবা সামনে তাকাতে চাই না। আমি প্রতিদিন উপভোগের চেষ্টা করি। আশা করি ভালো থাকতে ও সুখী হতে এই পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারবো।’
বিশ্বকাপে খেলার চেয়ে সুস্বাস্থ্য ধরে রাখা ও সুখে থাকাকে গুরুত্ব দিচ্ছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী, ‘যেটা করতে ভালোবাসি, সেটা করলে আমি সুখে থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে আমি সেটাকে গুরুত্ব দিচ্ছি।