ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

উঁচু গাছে বাতাস বেশি লাগে

উঁচু গাছে বাতাস বেশি লাগে

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যেকার টেস্ট ম্যাচ ছাপিয়ে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাকিব আল হাসান। মিরপুরে চলমান এই টেস্টে খেলে বিদায় নিতে চেয়েছিলেন দেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার। কিন্তু পক্ষে বিপক্ষে আন্দোলনে নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরা হয়নি এই অলরাউন্ডারের। ম্যাচের আগে তার ভক্তদের ঘিরে ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। ফলে দেশের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছে পুরণ হয়নি তার। অবশ্য সাকিবকে নিয়ে হয়েছে তার ক্যারিয়ার জুড়েই। আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স-এ এমন নেতিবাচক খবর নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এই ফ্র্যাঞ্চাইজিটিকে দেয়া সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, নেগেটিভ নিউজগুলো আপনার খেলায় কোন প্রভাব ফেলে কী না? জবাবে সাকিব বললেন, ‘না, আমার কাছে মনে হয় না যে এত বছরের ক্যারিয়ারে, কারণ অনেক নেগেটিভ নিউজ হয়েছে আমার (আমাকে নিয়ে)। যতটা আমার কাছে মনে হয় যে হওয়া উচিত ছিল না। সেই জায়গা থেকে আমি ফিল করি যে অনেক বেশি হয়েছে। এটাতে আমার কোন অনুশোচনা নাই। এবং আমি এটা নিয়ে কখনো চিন্তা করি না।’ বাংলাদেশ ক্রিকেটে আপনার যে অবদান, তাতে কি মনে করেন এমন নেতিবাচক নিউজ কখনো হওয়াই উচিত ছিল না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত