ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পুনে টেস্টও খেলা হচ্ছে না উইলিয়ামসনের

পুনে টেস্টও খেলা হচ্ছে না উইলিয়ামসনের

নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৯৫৫ সালে। এরপর গত ৬৯ বছরে সাদা পোশাকে ভারতের মাটিতে কিউইরা জয় পেয়েছে কেবল দুইবার। তাসমান অঞ্চলের দেশটি ভারতে দ্বিতীয় জয় পায় ১৯৮৮ সালে। এরপর ভারতের মাটিতে ১৯টি ম্যাচ খেললেও কোনোটিতেই জয়ের দেখা পায়নি ব্ল্যাকক্যাপসরা। অবশেষে দীর্ঘ তিন যুগ পর এ ধারা ভেঙেছে কিউইরা, ৩৬ বছর পর ব্যাঙ্গালুরুতে এসে ফের ভারতের মাটিতে জয়ী হয়েছে নিউজিল্যান্ড। তবে বেঙ্গালুরুতে দলের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে পায়নি কিউইরা। এবার দ্বিতীয় টেস্টেও তাকে পাচ্ছে না নিউজিল্যান্ড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। পুনেতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে উইলিয়ামসনকে পাবার আশা ছিল কিউইদের। তবে কুঁচকির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। এ বিষয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা কেনকে পর্যবেক্ষণে রাখছি। সে সঠিক পথেই আছে। তবে শতভাগ ফিট নয়।’

সব ঠিক থাকলে তৃতীয় টেস্টে উইলিয়ামসন খেলবেন বলে আশাবাদী নিউজিল্যান্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত