ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সালাউদ্দিনের বিদায়ী বার্তা

সালাউদ্দিনের বিদায়ী বার্তা

২০০৮ থেকে ২০২৪, টানা চার মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করে কাজী মো. সালাহউদ্দিন। পঞ্চম দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ইচ্ছে ছিল তার। তবে গত ৫ আগস্ট রাষ্ট্রক্ষমতার পালাবদলের পর আগের অবস্থান থেকে সরে আসেন কিংবদন্তি এই ফুটবলার। নির্বাচন না করার ঘোষণা দেন তিনি। গতকাল শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্বাচন। এর আগে হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এতে শেষবারের মতো উপস্থিত ছিলেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থার বিদায়ী সভাপতি কাজী সালাউদ্দিন। এজিএম শেষে ডেলিগেটদের উদ্দেশ্যে তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত করার অনুরোধ করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত ইমরুল হাসান সাংবাদিকদের মুখোমুখি হন। ইমরুলের কাছে জানতে চাওয়া হয় নিজের শেষ এজিএমে কাজী সালাউদ্দিন ডেলিগেটসদের উদ্দেশ্যে কিছু বলেছেন কিনা। জবাবে তিনি বলেন, যাদের সততা ও ফুটবল সম্পর্কে যাদের ধারণা রয়েছে, যারা সৎ নিষ্ঠাবান ও ফুটবলপ্রেমী, তাদের নির্বাচিত করার অনুরোধ জানিয়েছিলেন। বর্তমানে যারা ফেডারেশনে আছেন, তাদের কাছ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন কাজী সালাউদ্দিন। তার বিদায়ী বক্তব্য ছিল সংক্ষিপ্ত। তিনি সবাইকে দোয়া করেন, নিজের জন্য দোয়া চেয় নেন। সেই সঙ্গে দেশের ফুটবলের উন্নতি কামনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত