জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮১ ওভার। এই সময়ে ২ উইকেটে ৩০৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জোড়া সেঞ্চুরির দেখা পেয়েছেন টনি ডি জর্জি ও ক্রিস্টান স্টাবস। দুজনের ক্যারিয়ারেই প্রথম টেস্ট সেঞ্চুরি এটি। ডি জর্জিস্টাবসের ২০১ রানের জুটিতেই মূলত বড় সংগ্রহের পথে আছে প্রোটিয়ারা। শেষ বিকালের আলোয় স্টাবস ১০৬ রানে আউট হলেও ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন ডি জর্জি। বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। গতকাল মঙ্গলবার সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বাঁচা-মরার এ ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে টিম বাংলাদেশ। জাকের আলী অনিক, লিটন কুমার দাস এবং নাইম হাসান বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান ও নাহিদ রানা। আর দক্ষিণ আফ্রিকা দলে ডেন পিট ও ম্যাথু ব্রিটজের জায়গায় সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন সুযোগ পান। নতুন বলে বাংলাদেশের কোনো বোলারকেই পাত্তা দেননি প্রোটিয়া দুই ওপেনার এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। অবশ্য দলীয় ২৭ রানের মাথায় উইকেটের একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। হাসান মাহমুদের বল ডি জর্জির ব্যাটের বাইরের কানায় লেগে বল গিয়েছিল অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কনের পাশ দিয়ে। ডান দিকে ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি লুফে নিতে পারেননি মাহিদুল। অবশেষে দলীয় ৬৯ রানের মাথায় এসে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১৮তম ওভারে তাইজুল ইসলামের হাওয়ায় ভাসানো বলে মার্করাম ডাউন দ্য উইকেটে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মুমিনুল হকের হাতে। ৫৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক। এরপর প্রথম সেশনের বিরতির আগ পর্যন্ত ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস বেশ সাবলীল ক্রিকেট খেলেছেন। ফলে ১ উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চের বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে আরো নিখুঁত ব্যাটিং করেন দুই ব্যাটার ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। প্রোটিয়াদের বড় সংগ্রহের ভিত গড়তে দুজনেই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিও তুলে নেন। ক্যারিয়ারের অষ্টম টেস্টে ১৪৬ বলে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পান ২৭ বর্ষী জর্জি। আর ১৯৪ বলে অভিষেক সেঞ্চুরির দেখা পান স্টাবস। প্রায় দুই সেশনে দ্বিতীয় উইকেটে তাদের দুইশ ছাড়ানো জুটি বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে স্বাগতিকদের হতাশা বাড়াচ্ছিল। শেষ বিকালে এসে স্টাবসকে ফিরিয়ে ২০১ রানের জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বল ব্যাক ফুটে খেলার চেষ্টা করতে গেলে বল নিচু হয়ে সরাসরি আঘাত স্টাম্পে।
তাতে ১৯৮ বলে ১০৬ রানে বোল্ড হয়ে ফিরেছেন স্টাবস। এরপর দিনের বাকিটা সময় ডেভিড বেডিংহামকে নিয়ে নির্বিঘ্নেই কাটিয়ে দেন জর্জি। প্রোটিয়া ওপেনার অপরাজিত আছেন ১৪১ রানে। তার ২১১ বলের ইনিংসটি সাজানো ১০ চার ও ৩ ছক্কায়। আরেক অপরাজিত ব্যাটার বেডিংহামকে ২৫ বলে ২ ছক্কায় করেছেন ১৮ রান। এই দুই ব্যাটার আগামীকাল দ্বিতীয় দিনের সকালে আবার ব্যাটিংয়ে নামবেন। মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। সিরিজ হার ঠেকাতে এ টেস্টে জয় তুলে নেয়ার বিকল্প নেই নাজমুল হোসেন শান্তদের সামনে। কিন্তু প্রথম দিন শেষে ব্যাকফুটে থাকা স্বাগতিকরা কি কাল ঘুরে দাঁড়াতে পারবে?