ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জামাল ভূঁইয়াকে ছাড়াই প্রস্তুতি শুরু বাংলাদেশের

জামাল ভূঁইয়াকে ছাড়াই প্রস্তুতি শুরু বাংলাদেশের

ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ১৩ ও ১৬ নভেম্বর ম্যাচ দুটি সামনে রেখে আংশিক দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

১৬ জনের সেই দলে নেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা জামাল ভূঁইয়া। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে খেলবেন না লাল সবুজ দলের অধিনায়ক।

আগামীকাল প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ক্যাবরেরা। তবে সব খেলোয়াড় নিয়ে প্রস্তুতি শুরু করতে পারছেন না হাভিয়ের কাবরেরা।

মালদ্বীপ ম্যাচের জন?্য ক্যাম্পে তাই প্রাথমিকভাবে ১৬ ফুটবলারকে ডেকেছেন বাংলাদেশের প্রধান কোচ। আগামীকাল শুক্রবার কিংস অ্যারেনায় প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন কাবরেরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত