ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

‘একদিনে তো একটা গাছ তৈরি হয় না’

‘একদিনে তো একটা গাছ তৈরি হয় না’

একই উইকেটে দুই দিন ব্যাট করে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। ইনিংস ঘোষণা করল ৬ উইকেটে ৫৭৫ রানে। একই উইকেট ভোজবাজির মতো বদলে গেল বাংলাদেশের ব্যাটিংয়ের সময়। মাত্র ৪৫ মিনিট ব্যাট করেই ৪ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তারপরও এই দলটার উপর বিশ্বাস হারাচ্ছেন না বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এই ম্যাচে এখনো যে কোনো কিছু সম্ভব জানিয়ে তিনি উদাহরণ টানলেন পাকিস্তানের বিপক্ষে টেস্টের, ‘দেখুন পাকিস্তানে আমরা ২৬ রানে ৬ উইকেট হারিয়েছিলাম। এরপরও ম্যাচ জিতেছি।

এই উদাহরণ দিয়ে বলতে পারি যে, তোমরা শূন্য অবস্থান থেকেও জিততে পার ম্যাচ। শুধু বিশ্বাস রাখতে হবে আর স্কিলের উন্নতি করতে হবে।’ বাংলাদেশ বারবার মুখ থুবড়ে পড়ছে। একটা সিরিজ ভালো খেললে পরের কয়েকটা সিরিজে ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না। তবে দলটা প্রতিভাবান বলে বিশ্বাস রাখতে বললেন মুশতাক। শব্দটা বললেন কয়েকবার, ‘বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস। ৪ উইকেট হারানো বড় কিছু নয়। একজন কোচ তার খেলোয়াড়দের বলবে যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে হবে আর বিশ্বাস রাখতে হবে।’

টেস্টে সাফল্য পেতে হলে ধৈর্য ধরার যে বিকল্প নেই সে কথাই বললেন মুশতাক, ‘একদিনে কি গাছ হয়? পানি দিতে হয়, মালি হিসেবে বিশ্বাস রাখতে হয়। কোচ হিসেবেও এই বিশ্বাসটা রাখতে হবে। একদিনে তো একটা গাছ তৈরি করতে পারবেন না।

এই গাছটাও (বাংলাদেশ দল) দ্রুতই বা পরে দেখাবে কতগুলো ফল দিতে পারে।’ বাংলাদেশের টেস্ট ব্যর্থতা নিয়ে মুশতাক বললেন, ‘আমার মনে হয় না আত্মবিশ্বাসে সমস্যা আছে। হয়তো টেস্ট ক্রিকেটের প্রসেসে সমস্যা আছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত