ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রোনালদোর পেনাল্টি মিসে আল নাসরের বিদায়

রোনালদোর পেনাল্টি মিসে আল নাসরের বিদায়

ক্রিস্টিয়ানো রোনালদোর কাঁধে ভর করেই এগিয়ে যাচ্ছিল আল নাসর। সৌদি প্রো লিগে ক্রমেই দলটির অন্যতম ভরসা হয়ে উঠেছেন পর্তুগিজ তারকা। আল নাসরে যোগ দেয়ার পর পেনাল্টি মিস করেননি রোনালদো। ১৭টি পেনাল্টির সবগুলো জড়িয়েছেন জালে। গত মঙ্গলবার সেই রোনালদো পেনাল্টি মিস করলেন সৌদি আরবের কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে। এর মাশুল দিয়ে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল আল নাসর। ম্যাচের ৯৬তম মিনিটের খেলা চলছিল তখন। দল পিছিয়ে ১-০ গোলে। এমন সময় পেনাল্টি পেল আল নাসর। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। ড্র করলেও সম্ভাবনা বেঁচে থাকবে। এমন সময় পেনাল্টি পাওয়া মানে, সাত রাজার ধন হাতে পেয়ে যাওয়া। আত্মবিশ্বাসী ভঙ্গিতেই দৌড়ে গিয়ে শট নিলেন সিআর সেভেন। কিন্তু বল উড়ে গেল ক্রসবারের ওপর দিয়ে! হাত দিয়ে মুখ ঢাকলেন রোনালদো। হতাশাটা আসলে একটু বেশিই। স্রেফ একটি ম্যাচ হারই যে নয়, টুর্নামেন্টে পথচলারও সমাপ্তি! আল তাউনের কাছে ১-০ গোলে হেরে সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিল আল নাসর।

স্তেফানো পিওলি কোচ হয়ে আসার পর আল নাসরের প্রথম পরাজয়ও এটি। তবে এই মৌসুমে ট্রফির আশা এখনই ছাড়ছেন না কোচ। ‘টেকনিক্যালি আজকে আমরা ভালো পারফর্ম করেছি, তবে ম্যাচ জিততে পারিনি। কাপ থেকে ছিটকে পড়ে অবশ্যই আমরা হতাশ। তবে এখনও দুটি ট্রফির লড়াই চলছে এবং সেগুলোতে নিজেদের সেরাটা দেব আমরা।’ সৌদি প্রো লিগে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ব্যবধান এখনই হয়ে গেছে ছয় পয়েন্টের। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে তিন ম্যাচে তাদের পয়েন্ট সাত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত