ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সাবিনাদের পুরস্কৃত করবে বিসিবি

সাবিনাদের পুরস্কৃত করবে বিসিবি

আরো একবার দেশের জন্য গৌরব বয়ে এনেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা অক্ষুণ্ণ রেখেছেন লাল সবুজের কন্যারা। মনিকাণ্ডঋতুপর্ণাদের এমন সাফল্যে আনন্দে ভাসছে গোটা জাতি। নারী ফুটবলে টানা সাফল্য পেয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এর আগে বয়সভিত্তিক ফুটবলেও সাফল্য এসেছে। বয়সভিত্তিক ফুটবলে দুনিয়া কাঁপানো ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন, সানজিদা আক্তাররাই এখন ধরেছেন জাতীয় দলের হাল। দুর্দান্ত ফুটবলে বাংলাদেশকে পরিণত করেছেন দক্ষিণ এশিয়ার পরাশক্তিতে। প্রতিভায় টইটম্বুর নারী ফুটবলাররা বেশ পরিশ্রমীও। দীর্ঘ সংগ্রামী জীবন শেষে এসেছেন জাতীয় দলে। তাদের নৈপুণ্যে সাফের মুকুট ধরে রেখেছে বাংলাদেশ। মেয়েদের এমন সাফল্য ছুঁয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকেও। বিসিবি থেকে তাদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি। অভাবনীয় সাফল্যের পর তাদের অভিনন্দন জানিয়েছিল বিসিবি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে সাংবাদিকদের বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন সাফজয়ীদের পুরস্কৃত করার কথা। ফারুক আহমেদ বললেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে (সাফজয়ী নারী দলকে)। তাদের কিছুটা পুরস্কৃত করতে পারব ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে।’ দুই বছর আগে সাফ জেতা নারী দলকে ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল বিসিবি। এবার কি পরিমাণটা বাড়বে? ফারুক আহমেদ জানালেন, ‘পরিমাণটা, দেখি। সব কথা (হাসতে হাসতে) আমি একা বলে দিলে অন্য পরিচালকরা রাগ করতে পারে। তবে হ্যাঁ, ভালো একটা পরিমাণ দেয়া হবে। আমরা যতটুকু পারি।’ বিসিবি অন্য সব ফেডারেশন ও ক্রীড়াবিদদের পাশে থাকার রেওয়াজ বেশ পুরোনো। ২০২২ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে সাবিনারা। সেবার ৫০ লাখ টাকা পুরস্কার দিয়েছিল বিসিবি। এবার টাকার অংক জানাননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত