মালদ্বীপকে সমীহ করছেন বাংলাদেশ কোচ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

মালদ্বীপের বিপক্ষে ১৩ ও ১৬ নভেম্বর দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে জাতীয় ফুটবল দল। গতকাল শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক তালিকা থেকে ১৫ জন ফুটবলার আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন।

অসুস্থুতার কারণে ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ ক্যাম্পে যোগ দেননি। তার পরিবর্তে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে।

আজ জাতীয় ফুটবল দল মাঠের অনুশীলন নামবে। জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘মালদ্বীপ দল বেশ কিছু কিছু দিন আন্তর্জাতিক ম্যাচ না খেললেও তাদের শক্তিমত্তা নিয়ে কোনো সংশয় নেই।

তারা ভালো দল। তাদের বিপক্ষে আমাদের জয়ের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে।

আমরা সেই লক্ষ্যে এগুচ্ছি।’ নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার দলে না থাকা নিয়ে কাবরেরা বলেছেন, ‘জামাল ব্যক্তিগত কারণে ডেনমার্কে রয়েছে। আমরা ওর পাশে রয়েছি। ওর সঙ্গে যোগাযোগ রয়েছে।’