নেপালের মাটিতেই তাদের হারিয়ে টানা সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপ অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার দিনই তাদের অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফিরলে মেয়েদের সঙ্গে দেখা করার বার্তাও দিয়েছেন সেদিন। প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল শনিবার সকালে সাফে বাংলাদেশ দলে থাকা ২৩ জন ফুটবলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার বাস ভবনে। সাফে চ্যাম্পিয়ন হওয়া পুরো দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ২৫ সদস্যের টিমের সঙ্গে নাস্তাও করেন উপদেষ্টা।
সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান উপদেষ্টার সামনে ট্রফি উপস্থাপন করেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। একইসঙ্গে তিনি ড. ইউনূসের হাতে নিজের নাম সংবলিত একটি স্মারক জার্সি ও ২৩ ফুটবলারের সই করা একটি বল উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বসে সকালের নাস্তা করেন সবাই। এরপর নারী ফুটবলারদের সঙ্গে ফটোসেশন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বেলা সাড়ে ১২টায় যমুনা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে বাফুফের বাসটি। ২৩ ফুটবলারের পাশাপাশি ওই বহরে ছিলেন নারী দলের ম্যানেজার মাহফুজা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলার।