ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইউরোপে খেলার প্রস্তাব পেলেন সাবিনা-ঋতুপর্ণা

ইউরোপে খেলার প্রস্তাব পেলেন সাবিনা-ঋতুপর্ণা

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই জয়ে মূখ্য ভূমিকা রেখেছেন ঋতুপর্ণা চাকমা। নেপালের বিপক্ষে ফাইনাল ম্যাচটি ৮০ মিনিট পর্যন্ত সমতায় ছিল। পরের মিনিটে দুর্দান্ত এক শটে লাল সবুজ দলকে এগিয়ে দেন ঋতুপর্ণা। শেষ পর্যন্ত এই গোলেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। তিনিসহ বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন ইউরোপিয়ান ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন। নর্থ মেসিডোনিয়ান উইমেন্স লিগে খেলা ব্রেরা টিভেরিজার পক্ষ থেকে খেলার প্রস্তাব দেয়া হয়েছে তাদের। বর্তমানে লিগের শীর্ষ দল টিভেরিজা।

বাফুফে ভবনে নর্থ মেসিডোনিয়ান ক্লাবের পক্ষ থেকে খেলার প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক। গত শনিবার সাবিনা খাতুন বলেছেন, ‘নর্থ মেসিডোনিয়ান ক্লাবের পক্ষ থেকে আমি ও ঋতু প্রস্তাব পেয়েছি। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। কারণ সেখানে ভিসা জটিলতার বিষয় রয়েছে।’ বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে দেশের বাইরে খেলার গৌরব অর্জন করেছেন সাবিনা। তিনি আরো জানান, ইউরোপিয়ান ক্লাবটির পক্ষ থেকে শুরুতে ৪ জনকে খেলার প্রস্তাব দেয়া হয়েছে, ‘শুরুতে ব্রেরা টিভেরিজার পক্ষ থেকে ৪ জনকে খেলার প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু জানুয়ারি থেকে তারা দু’জনকে চাইছে। তারা এখন লিগের শীর্ষ দল।’ সাবিনা ভারতের উইমেন্স লিগে অভিষেক করেছেন ২০১৮ সালে। খেলেছেন সেথু এফসির হয়ে। গতবার অবশ্য খেলেছেন কিকস্টার্টে। গত আগস্টে অবশ্য সাবিনার সঙ্গে মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা ভুটানিজ ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এসসির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ লিগে অভিষেক করেছেন। ব্রেরা টিভেরিজায় বর্তমানে দুজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তারা হলেন ব্রাজিলের গোয়া টেচুরি হারুমি ও যুক্তরাষ্ট্রের ক্যাশলিন কোপলে জেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত