হোয়াইটওয়াশ হয়ে যা বললেন রোহিত
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
প্রথম দুই টেস্টে হেরে আগেই সিরিজ খুইয়েছিল ভারত। তৃতীয় টেস্টে হোয়াইটওয়াশ এড়ানোই ছিল বড় চ্যালেঞ্জ। লক্ষ্যটাও নাগালের মধ্যেই পেয়েছিল তারা। কিন্তু ১৪৭ রান তাড়াও করতে পারেনি দলটি। এমন হারের পর দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন দিনের মধ্যে ভারতকে ২৫ রানে হারিয়ে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে নিউ জিল্যান্ড। নিজেদের ইতিহাসে এই প্রথম কোনো সিরিজে তারা জিতেছে তিনটি টেস্ট। আর ঘরের মাঠে এবারই প্রথম তিন বা এর বেশি ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে ভারত।
সিরিজের শেষ ম্যাচে স্পিন সহায়ক উইকেটে ১৪৭ রানের লক্ষ্য পায় ভারত। রান তাড়ায় মাত্র ২৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। এরপর রিশাভ পান্তের পাল্টা আক্রমণে জয়ের আশা জাগায় স্বাগতিকরা। কিন্তু পান্ত ফিরে গেলে ১৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে আরেকটি বিব্রতকর পরাজয়ের স্বাদ পায় রোহিতের দল। এই প্রথম ঘরের মাঠে তারা দুইশর কম রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। এর আগে প্রথম টেস্টে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় ভারত। আর দ্বিতীয় ম্যাচে এক ইনিংসেও আড়াইশ ছুঁতে পারেনি তারা। সিরিজজুড়ে এমন বিবর্ণ পারফরম্যান্সের পর তাই কোনো অজুহাত দিলেন না রোহিত। ‘সিরিজ হেরে যাওয়া, টেস্ট ম্যাচ হেরে যাওয়া কখনো সহজ নয়। এটি এমন কিছু, যা সহজে হজম হয় না। তবে হ্যাঁ, আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলিনি। আমরা তা জানি এবং মানি। সিরিজজুড়ে আমাদের চেয়ে ভালো খেলেছে নিউ জিল্যান্ড। আমরা পুরো সিরিজে অনেক ভুল করেছি। আমাদের এটা মানতে হবে।’ তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় টেস্টে আমরা প্রথম ইনিংসে যথেষ্ট রান করতে পারিনি এবং ম্যাচে অনেক পিছিয়ে ছিলাম। এই ম্যাচে ৩০ (আসলে ২৮) রানের লিড পেয়েছিলাম। মনে হচ্ছিল, কিছুটা এগিয়ে আছি। লক্ষ্যটা তাড়া করার মতো ছিল। প্রয়োগটা ঠিকঠাক করতে হতো, যেখানে আমরা দল হিসেবে ব্যর্থ হয়েছি।’ সিরিজে দলীয় ব্যর্থতার পাশাপাশি ব্যক্তিগতভাবেও পুরোপুরি নিষ্প্রভ ছিলেন রোহিত। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫২ রান ছাড়া আর একবারো বিশ ছুঁতে পারেননি ভারত অধিনায়ক। সব মিলিয়ে মাত্র ১৩ গড়ে তিনি করেন ৯১ রান। সবশেষ মুম্বাই টেস্টে ছোট লক্ষ্য তাড়ায় দুই চারে ১১ বলে ১১ রান করে ফেরেন রোহিত। ম্যাট হেনরির বলে নিজের প্রিয় শট পুল করতে গিয়ে ক্যাচ দেন তিনি। রান তাড়ায় নির্দিষ্ট পরিকল্পনা ছিল জানিয়ে নিজের ব্যর্থতা মেনে নেন রোহিত। ‘যখন এরকম লক্ষ্য তাড়া করবেন, বোর্ডে রান দেখতে চাইবেন। আমার মাথায় এটিই কাজ করছিল। সফল হইনি। আর সফল না হলে এটি ভালো দেখায় না। নির্দিষ্ট ভাবনা, নির্দিষ্ট পদ্ধতিতে আমি ব্যাটিং করতে চাই। কখনো কখনো ফল আসে না। এই সিরিজেও আসেনি। যা নিয়ে আমি খুবই হতাশ।’