ওয়েস্ট ইন্ডিজ সফর
কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন সালাউদ্দিন!
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
গত বেশ কিছু দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে দেশি কোনো কোচকে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি অবশ্য কারো নাম প্রকাশ করেননি। তবে ঘুরেফিরে একটি নাম উচ্চারিত হচ্ছে বারবার। সেই নামটি হলো কোচিংয়ে দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ মোহাম্মদ সালাউদ্দিন। দেশের অনেক ক্রিকেটারেরই ভরসার আশ্রয়স্থল তিনি। ভক্ত-সমর্থকদের অনেকেই তাকে জাতীয় দলের কোচিং প্যানেলের সঙ্গে দেখতে মুখিয়ে আছেন। এবার তাদের অপেক্ষা ফুরোতে যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে আসন্ন ক্যারিবীয় সফরেই বাংলাদেশ দলের কোচিং বহরে যুক্ত হতে পারেন সালাউদ্দিন।
চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। পরে অবশ্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। জাতীয় দলের সহকারী কোচ হতে সালাউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। গত বুধবার বিসিবির বোর্ড মিটিংয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা হয়েছে কোচ সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়েও। বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছেন সালাউদ্দিনের সহকারী কোচ হওয়ার বিষয়টি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকেই তাকে পেতে আশাবাদী বিসিবি। যে কারণে এরই মধ্যে ভিসার আবেদনও করেছেন সালাউদ্দিন। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই দলের দায়িত্বে দেখা যাবে তাকে।