ড. ইউনূসের পরামর্শে ভিন্ন মাত্রায় বিপিএল

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর পরই শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এক যুগের ও বেশি সময়ে আইপিএল বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। অন্যদিকে পিছিয়ে পড়েছে বিপিএল। বিশ্বের তারকা ক্রিকেটাররাও খেলার আগ্রহ দেখান না এই লিগে। টেলিভিশনেও আগ্রহ নেই দর্শকদের। এই চিত্রটা বদলে দিতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই পরিকল্পনায় সরাসরি যুক্ত রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিপিএলকে কীভাবে অলিম্পিকের মতো সুন্দর করা যায়, সেসব পরামর্শ নেয়া হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে। সেই আলোকে কাজও শুরু করে দিয়েছে বিসিবি। বিপিএলে প্রচারের অংশ হিসেবে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি ম্যাচগুলো আয়োজন করা হবে পরিবেশবান্ধব উপায়ে। আসবেন বিশ্ববরেণ্য ব্যক্তিরাও। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিসিবির প্রকাশিত ভিডিওতে বললেন, ‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই এর সাথে যুক্ত রয়েছেন, এটা আমাদের জন্য দারুণ একটা সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সাথে জড়িত।

বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না যেটাকে নিয়ে সবাই কানেক্টেড থাকি। বিপিএল তেমন এক উপলক্ষ্য। সেই শক্তিটাকে কাজে লাগানোর একটা প্রয়াস আমাদের আছে, সেটাই এসেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে।’ নতুন কী যোগ হতে চলেছে এবার? নাজমুল আবেদিন ফাহিম জানালেন, ‘বিপিএলকে যেন সারা দেশে ছড়িয়ে দিতে পারি। শুধু খেলা না, খেলার বাইরেও আরো অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এটুকু বলতে পারি, প্রত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, হতে পারে খেলার আয়োজন, মেলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম; যতদিন বিপিএল চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সাথে কানেক্টেড থাকবে। ব্র্যান্ডিংয়ের প্রয়াস থাকবে, সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, দেখবে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।’ নাজমুল আবেদিন ফাহিম আরো যোগ করেন, ‘আমাদের তরুণ সমাজ যে যুদ্ধ করেছে এবং বিজয়ী হয়েছে সেটাও এখানে উঠে আসবে। সত্যিটা পুরো বিপিএলে আমরা দেখানোর চেষ্টা করব।’ গতকাল সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম আরো বললেন, ‘সারা পৃথিবীতে বিপিএল ছড়িয়ে দেয়ার কাজ চলছে। হলিউডসহ বাইরের তারকাদের আনার পরিকল্পনা আছে আমাদের।’