ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের মেগা নিলামের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগেই জানানো হয়েছিল এবার ভারতে হচ্ছে না মেগা নিলাম। তবে বিশ্বের কোন শহরে আয়োজন করা হবে, তা নিয়ে কিছুটা দ্বিধায় ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশেষে নিলামের ভেন্যুর নাম ঘোষণার পাশাপাশি বিসিসিআই জানিয়ে দিয়েছে দিনক্ষণও। ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে ক্রিকেটার নিলাশের সবচেয়ে বড় এ আয়োজন। বিশ্বের শীর্ষ এই ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেতে নাম নিবন্ধন করেছেন ১৩ বাংলাদেশি ক্রিকেটার। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে নিবন্ধনকৃত ক্রিকেটারদের সংখ্যা জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোট এক হাজার ৫৭৪ ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার এক হাজার ১৬৫ জন, বিদেশি ৪০৯ জন।
জানা গেছে, নাম নিবন্ধন করা সবাইকে নিলামে রাখা হবে না। ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার কথা জেনে পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
সেখান থেকে প্রতিটি দল নিজেদের চাহিদা মতো ক্রিকেটার কিনে নেবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারের স্কোয়াড গড়তে পারবে। সে হিসেবে ১০ দলে থাকবেন ২৫০ ক্রিকেটার।
এর মধ্যে গত আসর থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে ৪৬ ক্রিকেটার। অর্থাৎ নিলাম থেকে দল পাবেন কেবল ২০৪ জন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯১ জন নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়ার ৭৬ জন।