ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তাইওয়ানে স্বর্ণ জিতলেন বিকেএসপির তামিম

তাইওয়ানে স্বর্ণ জিতলেন বিকেএসপির তামিম

তাইওয়ানে চলমান ন্যাশনাল স্কুল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের তামিম হোসেন। ট্রিপল জাম্পে প্রথম হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) এই অ্যাথলেট। প্রতিযোগিতায় ১৪.৭৭ মিটার লাফিয়ে স্বর্ণ নিশ্চিত করেন তিনি।

তাইওয়ানের স্কুল পর্যায়ের এই টুর্নামেন্টে বিকেএসপি থেকে অংশগ্রহণ করেছে ১০ সদস্যের দল। তাদের মধ্যে ৪ জন বালক ও বালিকা। এর মধ্যে ৪০০ মিটার স্প্রিন্টে হাফিজুর রহমান ও ১০০ মিটার নারী স্প্রিন্টে সুমাইয়া আক্তার উঠেছেন সেমিফাইনালে। বিকেএসপি দলের কোচ হিসেবে ফৌজিয়া হুদা জুঁই ও শাহাদাত হোসেন ভূঁইয়া দলের সঙ্গে আছেন। তাইওয়ান থেকে জুঁই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এরই মধ্যে আমাদের একজন অ্যাথলেট স্বর্ণ জিতেছে। পরের ধাপে উত্তীর্ণ হয়েছে আরো দুই জন। ভালো ফলাফলের প্রত্যাশা করছি।’

প্রতিযোগিতাটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এরপর আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিকেএসপির। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও স্বাগতিক তাইওয়ান অংশগ্রহণ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত