বিপিএলের টাইটেল স্পন্সর ‘ডাচ্-বাংলা ব্যাংক’

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট এবার নতুন রঙে রাঙাতে চায় বিসিবি। এর জনপ্রিয়তা ছড়িয়ে দিতে প্রতিটি জেলায় মেলাসহ নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশ-বিদেশের বিনোদন জগতের তারকারা থাকবেন আসর আলো করে। পাশাপাশি তুলে ধরা হবে জুলাই বিপ্লবে শহীদদের নানা অজানা কথাও। এমন লক্ষ্য সামনে রেখে গতকাল বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় টাইটেল স্পন্সর। এবারের আসরের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ্ বাংলা ব্যাংক। পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ডাচ্-বাংলা ব্যাংকেরই দুটি গ্রাহকপ্রিয় সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ। তবে মাত্রা কনসোর্টিয়ামের কাছ থেকে ব্যাংকটি কত টাকায় স্পন্সরশীপ কিনে নিয়েছে তা এড়িয়ে গেছেন তারা। ফাহিমকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পন্সরের প্রতিষ্ঠানের দিকে বল ঠেলে দেন। এরপর ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, ‘এটা বিজনেস সিক্রেট। তবে যথাসময়ে প্রকাশ করা হবে।’

তবে বোর্ডের একটি সূত্র জানিয়েছে পূর্বের চুক্তি অনুযায়ী সাড়ে ৫ কোটি টাকা পাবে বিসিবি। ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের সব হোম সিরিজের স্বত্বও এই ব্যাংকটির কাছে। সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের আগ্রহ ও পরিকল্পনায় ৯টি মন্ত্রণালয় ও অন্যান্য স্টেকহোলার এবার বিপিএলে নানাভাবে যুক্ত হবে। ফাহিমদের ভাষায়, ‘বিপিএল যেহেতু তারুণ্যের আয়োজন তাই এই আসরে জুলাই বিপ্লবে তারুণ্যের বিজয়ের ছোঁয়ায় বর্ণিল হবে পুরো টুর্নামেন্ট।’ কিন্তু আসলে কী আয়োজন থাকছে, নির্দিষ্ট কী কী বিষয় থাকছে তা পরিষ্কার করেননি তারা। বিসিবি পরিচালক ফাহিম বলেন, ড. ইউনূসের অলিম্পিক অভিজ্ঞতা কাজে লাগাবেন তারা। কিন্তু অলিম্পিকের মতন বৈশ্বিক আসরের সঙ্গে একটি ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের সম্পর্ক, প্রাসঙ্গিকতা কী তাও পরিষ্কার করতে পারেননি বিসিবির এই কর্মকর্তা। তবে মাঠের ক্রিকেট যাতে মানসম্পন্ন হয় ও সম্প্রচার যাতে আন্তর্জাতিক মানের হয় সেই ব্যাপারটি গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, বিপিএলের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস্ হোল্ডার ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিনেতা আফজাল হোসেন।

চলতি বছরের ২৯ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের একাদশতম আসর। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। এবারের বিপিএলের ৭টি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী। খেলা দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি, টিস্পোর্টস অ্যাপ ও RabbitholeBd অ্যাপে।