ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মালদ্বীপকে এখন ভয় পায় না রাকিবরা

মালদ্বীপকে এখন ভয় পায় না রাকিবরা

ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ১৩ ও ১৬ নভেম্বর কিংস অ্যারেনায় হবে দুটি ম্যাচ। সেই লক্ষ্যে বাংলাদেশ দলের অনুশীলন চলছে। হাভিয়ের কাবরেরার অধীনে ২৭ জন ফুটবলার আজ ঘাম ঝরিয়েছেন। অনুশীলনের এক ফাঁকে উইঙ্গার রাকিব হোসেন আসন্ন দুটি ম্যাচ নিয়ে কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ফল ভালো। দুটি জয়ের পাশাপাশি একটিতে ড্র রয়েছে। তাই দ্বীপদেশটিকে ভয় পাচ্ছে না কাবরেরার শিষ্যরা। যদিও কয়েক বছর আগে ৫ গোলে লাল-সবুজ দলের হারের রেকর্ডও আছে। তবে উইঙ্গার রাকিব হোসেনের মতে, ‘মালদ্বীপ দলকে আগে ভয় লাগতো। শেষ তিন ম্যাচ খেলেছি। দুটিতে জিতেছি ও একটিতে ড্র করেছি। পারফরম্যান্স আমাদের ভালো হয়েছে। চেষ্টা করবো সেটা অব্যাহত রাখতে, জিততে।’

রাকিব খেলেন লেফট উইংয়ে। তবে জাতীয় দলে খেলার সময় ৪-৪-২ ছকে রাকিব ও ফাহিম কিংবা রাকিবের সঙ্গে মোরসালিনের জুটি দেখা যায়। তখন স্ট্রাইকার হিসেবে বাড়তি দায়িত্ব পালন করতে হয় তাকে। সেই অভিজ্ঞতা থেকে রাকিব বলেছেন, ‘আসলে স্ট্রাইকার হিসেবে চেষ্টা করি গোল করতে, গোল করাতে। সামনের ম্যাচেও তাই করবো। ম্যাচে গুরুত্বপূর্ণ হলো গোল করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত