আন্তঃশাহীন হকি প্রতিযোগিতা সমাপ্ত
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর শাহীন কলেজসমূহের আন্তঃশাহীন হকি প্রতিযোগিতা-২০২৪। গতকাল বৃহস্পতিবার বিএএফ শাহীন কলেজ ঢাকার হকি টার্ফে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এবং বিএএফ সেমসের পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি। এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন। চূড়ান্ত খেলায় বিএএফ শাহীন কলেজ ঢাকা ৬-২ গোলে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিএএফ শাহীন কলেজ ঢাকা এর মো. আব্দুল কাদের জীলানি শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন। বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার মারুফ হাসান দিপু সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের তত্ত্বাবধানে ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।